গতবারের মত এবার ও মরসুমের শুরুটা খুব একটা মধুর হয়নি হায়দরাবাদ এফসির (Hyderabad FC)। প্রথম থেকেই একাধিক ম্যাচে পরাজিত হতে হয়েছিল নিজামের শহরের এই ফুটবল ক্লাবকে। সেই নিয়ে যথেষ্ট ছিল সমর্থকরা। তবে দল যে শীঘ্রই ঘুরে দাঁড়াবে সেই নিয়ে আশাবাদী সকলে। এক্ষেত্রে ভারতীয় কোচ থাংবোই সিংটোর উপরেই ভরসা রাখে হায়দরাবাদ ম্যানেজমেন্ট। গত বছর সীমিত শক্তি নিয়েই লড়াই করেছিল এই ফুটবল ক্লাব। পয়েন্ট টেবিলের তলানিতে থাকতে হলেও খেলোয়াড়দের পারফরম্যান্স মন জয় করেছিল সকলের।
তবে নতুন সিজন থেকে দলের ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলেও সেটা কার্যকরী হয়নি।একটা সময় তাঁদের আইএসএল খেলা নিয়ে ধোঁয়াশা থাকলেও শেষ মুহূর্তে নয়া লগ্নিকারী সংস্থার হাতধরে টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করে এই ফুটবল ক্লাব। তবে শেষ বেলায় দল গঠনের কাজ শুরু করার ফলে অনুশীলনের খুব একটা সুযোগ পায়নি একবারের আইএসএল জয়ীরা। মূলত দেশীয় ফুটবলারদের নিয়েই আইএসএল শুরু করতে হয়েছে তাঁদের। পরবর্তীতে সময় এগোনোর সাথে সাথে দলের সঙ্গে যোগ দিতে শুরু করেন বিদেশি ফুটবলাররা। তারপর চেন্নাইয়িন এফসিকে আটকে প্রথম পয়েন্ট পায় হায়দরাবাদ।
তারপর অ্যাওয়ে ম্যাচে মহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে প্রথম জয়। যা নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন যুক্ত করেছিল ফুটবলারদের মধ্যে। গত ম্যাচে নিজেদের ঘরের মাঠে মোহনবাগান সুপার জায়ান্টের কাছে পরাজিত হতে হলেও তাঁদের লড়াকু পারফরম্যান্স যথেষ্ট চমকে দিয়েছিল সকলকে। আগামী ৭ই নভেম্বর কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে পরবর্তী ম্যাচ খেলবে নিজামের শহরের এই সফল ফুটবল ক্লাব। এসবের মাঝেই নিজেদের নয়া বিদেশি ফুটবলারকে স্বাগত জানাল হায়দরাবাদ ম্যানেজমেন্ট। মূলত দীপাবলির আবহে নয়া ফরোয়ার্ডকে দলে টানল এই ক্লাব।
তিনি এডমিলসন কোরিয়া। পূর্বে কাতারের ফুটবল ক্লাব আল বিদ্দার সঙ্গে যুক্ত ছিলেন এই সেন্টার ফরোয়ার্ড। সেই দলের হয়ে মোট ১৩টি ম্যাচ খেলে ৪টি গোল করেছিলেন বিসাউ গিনির এই ফুটবলার। এই আইএসএল সিজনের কথা মাথায় রেখে এবার তাঁকেই সই করিয়েছে ক্লাব। বৃহস্পতিবার রাতে নিজেদের সোশ্যাল সাইটে ঘোষণা করা হয় সেই কথা। তাঁর উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলবে গোটা দলকে।