দীপাবলি (Diwali), ভারতের অন্যতম উৎসব, আনন্দ এবং আলোকে উদযাপন করার সময়। তবে শুধু আলো নয় এই উৎসবে আরেকটি বিশেষ আর্কষণ হল বাজি পোড়ানো। আজ কিছু সেলিব্রিটি আতশবাজি না ফাটানোর পক্ষে এবং তারা তাদের অনুরাগীদের আতশবাজি না পোড়ানোর জন্য অনুপ্রাণিত করে। তবে বলিউডের এক অভিনেত্রী অনেক একসময়ে আতশবাজি পোড়াতেন(Preity Zinta Diwali bomb incident)।
তিনি আর কেউ নন বলিউডের ডিম্পেল গার্ল প্রিতি জিনটা (Preity Zinta)। এক সময়ের দীপাবলি তার জন্য ছিল বেশ স্মরণীয়। ছোটবেলায়, যখন তিনি তার পরিবার নিয়ে দীপাবলি উদযাপন করছিলেন, তখন একটি ঘটনা ঘটে যা তার মনে আজও উজ্জ্বল। এক সময়ে প্রতিবেশীর বেডরুমে আতশবাজি ফাটিয়ে ছিলেন প্রিতি(Preity Zinta Diwali bomb incident) । এই কারণে দীপাবলির সময় তার পরিবার থেকে শাস্তি পেতে হয়েছিল অভিনেত্রীকে।
প্রিতি (Preity Zinta) এক সময়ে জানিয়েছিলেন, ‘আমার বয়স যখন ১০ বছর। আমাদের বাবা সেনাবাহিনী থেকে ছিলেন, তাই আমরা সেখানেই থাকতাম। সেখানে কোনো দালান-কোঠা ছিল না, বাংলো ছিল, যেগুলো একসঙ্গে খুব কাছাকাছি ছিল। তাই অন্য বাংলোতে যে চাচা-চাচী থাকতেন তারা সব সময় খুব সিরিয়াস ছিলেন এবং বলতেন বাচ্চারা খুব শব্দ করে। দীপাবলির দিন, আমরা একটি রকেট লাগিয়েছিলাম এবং সেই রকেটটি সোজা তার ঘরে চলে গিয়েছিল। সে খুব রেগে গেল। তারা দুজনেই সত্যিই রেগে গিয়েছিলেন এবং দীপাবলিতে আমরা প্রচুর মার খেয়েছিলাম।’
প্রসঙ্গত, প্রিতি জিনটাকে (Preity Zinta)শেষ দেখা গিয়েছিল ভাইয়াজি সুপারহিট ছবিতে সানি দেওলের সঙ্গে। এই ছবিটি ফ্লপ হয় এবং অভিনেত্রী বিরতিতে যান। গত ৬ বছর ধরে বড় পর্দায় আর প্রিতি দেখা মেলেনি। তবে অপেক্ষার অবাসন ঘটতে চলেছে। প্রীতি জিনতাকে শীঘ্রই রাজকুমার সন্তোষী পরিচালিত লাহোর 1947 ছবিতে সানি দেওলের বিপরীতে দেখা যাবে । এই ছবিটি প্রযোজনা করছেন আমির খান।