Royal Enfield-এর ইলেকট্রিক বাইক লঞ্চের আগে ধরা দিল, কেমন বৈশিষ্ট্য থাকবে এতে

আগামী ৪ নভেম্বর রয়্যাল এনফিল্ড (Royal Enfield) তাদের ইলেকট্রিক মোটরসাইকেল উন্মোচিত করতে চলেছে। হাতে আর কয়েকদিন বাকি থাকতে কোম্পানি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আসন্ন মডেলটির একটি…

Royal-Enfield's-Electric-Bike

আগামী ৪ নভেম্বর রয়্যাল এনফিল্ড (Royal Enfield) তাদের ইলেকট্রিক মোটরসাইকেল উন্মোচিত করতে চলেছে। হাতে আর কয়েকদিন বাকি থাকতে কোম্পানি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আসন্ন মডেলটির একটি টিজার প্রকাশ করল। প্রকাশিত ভিডিওতে একটি গগনচুম্বী মেট্রোপলিশ বিল্ডিংয়ে বাইকের ছায়া দেখানো হয়েছে। মনে করা হচ্ছে, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাজার কাঁপানো মডেল Flying Flea-এর নতুন অবতারে অবতীর্ণ হবে। 

Royal Enfield Flying Flea-এর টিজারে যুদ্ধের সময় রণক্ষেত্রের থিম ফুটিয়ে তোলা হয়েছে। অনুমান করা হচ্ছে, রয়্যাল এনফিল্ড এই ইলেকট্রিক মোটরসাইকেল, এই ছোট মডেলটি থেকে অনুপ্রাণিত হয়ে আসছে। 

   

TVS Raider 125 ভারতে নতুন মাইলস্টোন স্পর্শ করল, গর্বের সঙ্গে ঘোষণা সংস্থার

ডিজাইনের প্রসঙ্গে বললে, Royal Enfield-এর আসন্ন ইলেকট্রিক বাইক আকার আকৃতির দিক থেকে বেশ ছোট হবে। এতে একটি গির্ডার ফর্ক এবং ব্যাটারি মোটর ইউনিটের দেখা মিলবে। শুরু রোড-বায়াসড টায়ারে ছুটবে এই বাইক। এতে একটি এলইডি হেডলাইট এবং ইন্ডিকেটর পরিলক্ষিত হবে।

বড় মাপের এসইউভি-র চেয়েও দামি! লঞ্চ হল নতুন ভার্সনের Triumph Tiger 1200

Royal Enfield-এর আসন্ন ইলেকট্রিক মোটরসাইকেল ফুল চার্জে শহরের রাস্তায় সর্বোচ্চ ১০০ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে বলে আশা করা হচ্ছে। ওজনের দিক থেকেও এটি হালকা হবে। তাই নড়াচড়া করাতে চালকের বিশেষ বেগ পেতে হবে না। প্রসঙ্গত, এটি সংস্থার প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল হিসাবে আসতে চলেছে।