হাতে মাত্র কিছুটা সময়। তারপরেই চাংলিমিথাম স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে বাংলাদেশের শক্তিশালী ফুটবল ক্লাব বসুন্ধরা কিংস। গত ম্যাচে পারো এফসির বিপক্ষে এগিয়ে থেকে ও আসেনি জয়। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছিল দুই দলকে। সেক্ষেত্রে অনেকটাই চাপ বেড়েছে ইস্টবেঙ্গলের। বলতে গেলে টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয় পেতেই হবে ময়দানের এই প্রধানকে।
সেই সমস্ত দিক মাথায় রেখেই প্রথম একাদশ সাজিয়েছেন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন। কারা থাকছেন একাদশে? অন্যান্য দিনের মতো আজও তিন কাঠির প্রহরী হিসেবে রয়েছেন প্রভসুখান সিং গিল। পাশাপাশি রক্ষণভাগ জমাট বাঁধানোর জন্য থাকছেন লালচুংনুঙ্গা, আনোয়ার আলি, হিজাজি মাহের এবং হেক্টর ইউস্তে। সেইসাথে মাঝমাঠে ঝড় তোলার জন্য থাকছেন ফরাসি তারকা মাদিহ তালাল, বাঙালি ফুটবলার সৌভিক চক্রবর্তী এবং অধিনায়ক সাউল ক্রেসপো। অন্যান্য দিনের মতো আজও দুই উইংয়ে থাকছেন নাওরেম মহেশ সিং এবং নন্দকুমার সেকার।
ফরোয়ার্ড লাইনে ঝড় তোলার জন্য থাকছেন গ্ৰীক ফুটবলার দিমিত্রিওস ডায়মান্তাকস। ক্লেটন সিলভা আপাতত রিজার্ভে থাকলেও প্রয়োজন অনুযায়ী তাঁকে মাঠে নামাতে পারেন লাল-হলুদের নব নিযুক্ত কোচ। পাশাপাশি জিকসন সিং থেকে শুরু করে পিভি বিষ্ণু এবং সায়ন ব্যানার্জির মতো ফুটবলারদের রিজার্ভ বেঞ্চে রাখলেও প্রয়োজন অনুযায়ী তাঁদের মাঠে নামতে পারেন ইস্টবেঙ্গলের হেডস্যার।
All set to take on our 🇧🇩 rivals! ⚔️
Nunga and Souvik return to the starting XI. 🔴🟡
📺 Live broadcast 👉 https://t.co/sLsyi23wyi#JoyEastBengal #ChallengeLeague #EBFCInAsia pic.twitter.com/uhy7uqxPox
— East Bengal FC (@eastbengal_fc) October 29, 2024
বলাবাহুল্য, গত ম্যাচে লেবাননের শক্তিশালী ফুটবল ক্লাব নেজমেহ এফসির কাছে পরাজিত হয়েছে টিটোর বসুন্ধরা কিংস। স্বাভাবিকভাবেই টুর্নামেন্টে টিকে থাকতে হলে তাঁদের ও জয় প্রয়োজন। সে ক্ষেত্রে আজকের ম্যাচে যে কেউ কাউকে ছেড়ে দেবে না সেটা বলাই চলে। কিন্তু শেষ হাসি নিয়ে কে মাঠ ছাড়ে এখন সেটাই দেখার বিষয়।