জল্পনার অবসান! মাত্র ৬ মাসের মাথাতেই পাকিস্তানের কোচের পদ ছাড়লেন কার্স্টেন

গতকালই বাবর আজমকে অধিনায়কত্ব থেকে সরিয়ে বিতর্কের শিরোনামে উঠে এসেছিল পাকিস্তান। এবার প্রধান কোচের দায়িত্ব থেকে প্রাক্তন ভারতীয় কোচকে সরিয়ে দিয়ে নতুন বিতর্কের জন্ম দিল…

Gary Kirsten resigns Pakistan coach

গতকালই বাবর আজমকে অধিনায়কত্ব থেকে সরিয়ে বিতর্কের শিরোনামে উঠে এসেছিল পাকিস্তান। এবার প্রধান কোচের দায়িত্ব থেকে প্রাক্তন ভারতীয় কোচকে সরিয়ে দিয়ে নতুন বিতর্কের জন্ম দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। আজ সকালে পাকিস্তানের সাদা বলের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন গ্যারি কার্স্টেন (Gary Kirsten Resigns)। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর তরফ থেকে খবরটি দ্রুত প্রকাশ্যে আসে।

টেস্ট দলের প্রধান কোচ জেসন গিলেস্পি ও সাদা বলের কোচ কার্স্টেনের সঙ্গে পিসিবির সম্পর্কে ফাটল বেশ কয়েক দিন আগে থেকেই ধরতে শুরু করেছিল। এছাড়াও ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে আসার সময় দলের খেলোয়াড়দের সাথেও মতপার্থক্যে জড়াতে দেখা গিয়েছিল কার্স্টেনকে। শেষমেশ দল নির্বাচনে কোচদের ভূমিকা কমাতে শুরু করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যার কারণেই বোর্ডের সাথে মানিয়ে না নিতে পেরে অবশেষে পদ ছাড়লেন প্রাক্তন আফ্রিকান ক্রিকেটার। তবে কার্স্টেন সরে দাঁড়ানোয় অস্ট্রেলিয়ায় ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার আগে বেশ বড় ধাক্কা খেল পাকিস্তান।

   

বাংলাদেশের কাছে দেশের মাটিতে ২ টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট হেরে যায় পাকিস্তান। এরপর নতুন করে নির্বাচন কমিটি গঠন করে পিসিবি। পুরোনো কমিটি থেকে সরানো হয় রামিজ রাজার মত নামকে। তবে এই নতুন কমিটির প্রস্তাবকে ঘিরেই শুরু হয় কোচেদের সাথে নির্বাচকদের অন্তর্দ্বন্দ্ব। ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুটি টেস্ট জিতে বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলেন গিলেস্পি। অস্ট্রেলিয়ান এই কোচ বলেছিলেন, তাঁর কাছে মনে হচ্ছে দলে তাঁর ভূমিকা এখন শুধু ‘ম্যাচ-ডে অ্যানালিস্টের’, চুক্তি অনুযায়ী এমনটা হওয়ার কথা নয়।

‘বিতারিত’ প্রাক্তন হেড স্যারের জন্মদিনে শুভেচ্ছা মশাল বাহিনীর

তবে গিলেস্পি মুখ খুললেও কার্স্টেন অবশ্য প্রকাশ্যে কিছু বলেননি। গতকাল পিসিবি প্রথমে অস্ট্রেলিয়া ও জিম্বাবোয়ে সফরের জন্য ওয়ানডে আর টি-টোয়েন্টি দল ঘোষণা করে। এর কয়েক ঘণ্টা পর মহম্মদ রিজওয়ানকে সাদা বলের অধিনায়কের দায়িত্ব দেয়। শোনা যাচ্ছে এতেই ভীষণ অসন্তোষ প্রকাশ করেন কার্স্টেন। দল আর অধিনায়ক নির্বাচন নিয়ে কারস্টেন নিজের মতামত দিতে চেয়েছিলেন। কিন্তু পিসিবি তাঁর কোনো মতামত না নিয়ে নির্বাচকদের সঙ্গে আলোচনা করে দল ও অধিনায়ক নির্বাচন করেছে। যা নিয়ে রীতিমত হতাশ তিনি।

ইস্টবেঙ্গলের হারার রহস্য ফাঁস করলেন হাবাস!

প্রসঙ্গত উল্লেখ্য যে ভারতকে ২০১১ বিশ্বকাপ জেতাতে মুখ্য ভুমিকা পালন করেছিলেন গ্যারি কার্স্টেন। সেকারণেই পিসিবি কারস্টেনকে সাদা বলের প্রধান কোচ হিসেবে নিয়োগ করে। দেশের মাটিতে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যাতে দলকে ভালোভাবে গড়ে তোলা যায় সেটাই ছিল পাক ক্রিকেট বোর্ডের প্রধান লক্ষ্য। এই মুহূর্তে তিনি সরে দাঁড়ানোয় (Gary Kirsten Resigns) তাঁর জায়গায় অস্ট্রেলিয়া সফরে গিলেস্পিকে প্রধান কোচের দায়িত্ব দিয়েছে পিসিবি। তবে জিম্বাবোয়ে সফরে কে কোচ হবেন, তা এখনো জানানো হয়নি। অস্ট্রেলিয়া সফরে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টির দুটি সিরিজ খেলবে পাকিস্তান। মেলবোর্নে ৪ নভেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ।