ইন্ডিয়ান সুপার লিগের (ISL) গত মরশুমে একের পর এক ম্যাচ হেরে ক্রমাগত লিগ টেবিলের নিচের দিকে অবস্থান করছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। সেই সময় দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল কোচ হাবাসের (Antonio Lopez Habas) হাতে। তারপর তাঁর জাদুর কাঠির ছোঁয়াতেই লিগ শেষে শিল্ড জয় করে করে বাগান শিবির। সেই মরশুমে কোচের হাত ধরে ময়দানের এই ক্লাবে যোগ দিয়েছিলেন জোনি কউকো (Joni Kauko)। পারফরম্যন্স দিয়ে নজর কেড়ে নিয়েছিলেন দলের সমর্থকদের (Mohun Bagan Supportres)। তবে মরশুম শেষে কোচ হাবাসের সঙ্গে কউকো পালতোলা নৌকা ছেড়ে যোগ দিয়েছিলেন ইন্টার কাশী ক্লাবে। এবার প্রাক্তন ক্লাবের সমর্থকদের নিয়ে আবেগপ্রবণ বার্তা দিলেন বাগান শিবিরের এই প্রাক্তন ফুটবলার।
মহামেডানকে হারিয়ে আত্মবিশ্বাসী হায়দরাবাদ, বড় চ্যালেঞ্জের অপেক্ষায় মোহনবাগান
নভেম্বর থেকে শুরু হচ্ছে আইলিগের ২০২৪-২৫ মরশুম। এই মরশুমে ইন্টার কাশী ক্লাবের হোমগ্রাউন্ড নৈহাটি স্টেডিয়াম। রবিবার ক্লাবের এক অনুষ্ঠানে যোগ দিয়েই মোহনবাগানের সমর্থকদের জন্য বার্তা দিলেন বাগান শিবিরের প্রাক্তন ফুটবলার জোনি কউকো। তিনি একটু হেসে বলেন, ” আমি তাঁদের ধন্যবাদ জানাতে চাই যাদের কারণে আমি এত বছর ধরে খেলতে পেরেছি। কলকাতায় থাকলে এখনো তাঁরা আমার কাছে আসে, কথা বলে এবং ছবিও তোলে।” তিনি আরও যোগ করেন “আমি সত্যিই গর্বিত যে আমি তাঁদের জন্য কিছু প্রভাব তৈরি করতে পেরেছি। আমি তাঁদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ।”
Any message for the Mohun Bagan fans?
Joni Kauko : “(smiles) I just want to say thank you to them for the support in all those years I have played for them. I still get love from them, staying in Kolkata people still come to me, talking to me and taking pictures”
“I am really… pic.twitter.com/Nq7ZndgrvP
— Mohun Bagan Hub (@MohunBaganHub) October 26, 2024
মোহনবাগান থেকে ইন্টার কাশিতে যাওয়ার বিষয়ে জোনি কউকোকে জিজ্ঞাসা করা হলে জানান “এটি একদম আলাদা অনুভূতি ছিল যখন ৬০-৭০ হাজার লোক আমাকে সমর্থন করছে। তবে আমাদের মানিয়ে নিতে হবে। আমরা সকলেই পেশাদার এবং এর জন্য প্রস্তুত থাকতে হবে। আমি একটু হতাশ ছিলাম, কিন্তু এটাই ফুটবল।”
How will you adapt to the change in atmosphere, from Mohun Bagan to Inter Kashi?
Joni Kauko : “Obviously it’s a very different feeling when you see 60-70k people cheering for you (smiles), but we have to adapt. We are all professionals and we have to adapt to it” pic.twitter.com/5LuRCTZBFk
— Mohun Bagan Hub (@MohunBaganHub) October 26, 2024
মোহনবাগান সমর্থকদের জন্য কউকোর এই বার্তাটি সত্যিই উষ্ণ ও হৃদয়গ্রাহী। তিনি কেবল মাঠেই নয়, মাঠের বাইরে ও সমর্থকদের জন্য একটি বিশেষ সম্পর্ক তৈরি করেছেন। কলকাতায় তাঁর অবস্থান এবং সমর্থকদের সাথে সম্পর্ক তাঁকে একটি নতুন পরিচয় দিয়েছে।
তিন দিনেই লড়াইয়ের ইতি! ৬৯ বছর পর ঘরের মাঠে ভারতকে হারিয়ে ‘ইতিহাস’ কিউয়িদের
এখন ইন্টার কাশির সাথে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন, কউকো আশা করেন যে তিনি এখানেও সমর্থকদের ভালোবাসা ও সমর্থন পাবেন। তাঁর এই নতুন যাত্রা যেমনই হোক, মোহনবাগানের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা কখনো কমে যাবে না বলেই জানিয়েছেন।