দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি করা হোক বা বাতিল থাকুক, খবর আগেভাগে জানিয়ে দিয়ে যাত্রী হয়রানি যতটা কমানো যায়, সেই চেষ্টায় খামতি রাখে না ভারতীয় রেল (Indian Railway)। তাই প্রতিদিনের ন্যায় আজও এই সংক্রান্ত ঘোষণা নিয়ে হাজির হল। উন্নয়নের কাজের জন্য বাতিলের পাশাপাশি চলাচলে নিয়ন্ত্রণ এমনকি ঘুর পথে যাত্রা করবে কিছু ট্রেন। চলুন এগুলি কোন ট্রেন জেনে নেওয়া যাক।
দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ০৮৬৮০/০৮৬৭৯ আদ্রা মেদিনীপুর আদ্রা মেমু স্পেশাল আগামী ২৯ অক্টোবর, ১ এবং ৩ নভেম্বর বাতিল থাকছে। পাশাপাশি বেশকিছু ট্রেনের যাত্রা পথে নিয়ন্ত্রণ আনা হয়েছে। সেই তালিকায় রয়েছে ০৩৫৯৪/০৩৫৯৩ আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু স্পেশাল। আগামী ২৯ অক্টোবর এবং ৩ নভেম্বর গন্তব্যের আগেই থামিয়ে দেওয়া হবে ট্রেনটি।
ট্রেন ছাড়তে বিলম্ব! নতুন সময় ঘোষণার সঙ্গেই খুশির খবর শোনাল রেল
১৮০৩৫/১৮০৩৬ খড়গপুর-হাতিয়া-খড়গপুর এক্সপ্রেস উক্ত দু’দিন আদ্রা পর্যন্ত চালানো হবে। এছাড়া রয়েছে ০৮১৭৪/০৮৬৫২ টাটানগর-আসানসোল-বরাভূম মেমু স্পেশাল আগামী ২৮ অক্টোবর এবং ২ নভেম্বর গন্তব্যের আগেই থামিয়ে দেওয়া হবে। আবার ১৮৬০১ টাটানগর-হাতিয়া এক্সপ্রেস আগামী ২৮ ও ৩০ অক্টোবর এবং ২ নভেম্বর ছান্দিল-গুন্দা-বিহার-মুরি লাইনে ঘুরপথে চালানো হবে বলে জানিয়েছে ভারতীয় রেল (Indian Railway)।
#ser #indianrailways pic.twitter.com/HNmS5fKEBW
— South Eastern Railway (@serailwaykol) October 26, 2024
অন্যদিকে কয়েকটি স্পেশাল ট্রেন আরও কিছুদিন চালানো হবে বলে ঘোষণা করেছে দক্ষিণ পূর্ব রেলওয়ে। সেই তালিকায় রয়েছে ০২৮৩৭ সাঁতরাগাছি-পুরী স্পেশাল। এটি ২৭ অক্টোবর পর্যন্ত চালানো হবে। আবার ০২৮৩৮ পুরী-সাঁতরাগাছি স্পেশাল, ০৮০১১ ভাঁজপুর-পুরী স্পেশাল এবং ০৮০০৭ শালিমার-ভাঁজপুর স্পেশাল আগামী ২৮ অক্টোবর পর্যন্ত চালানো হবে।
এছাড়া রয়েছে ০৮০১২ পুরী-ভাঁজপুর স্পেশাল এবং ০২৮৩৯ শালিমার-পুরী স্পেশাল এ মাসের ২৯ তারিখ পর্যন্ত চলবে। আবার ০৮০০৮ ভাঁজপুর-শালিমার স্পেশাল এবং ০২৮৪০ পুরী-শালিমার স্পেশাল ট্রেন দুটির যাত্রা আগামী ৩০ অক্টোবর পর্যন্ত জারি রাখা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ (Indian Railway)।