শাহরুখ খানের ডাঙ্কি সিনেমাটা মনে আছে? কীভাবে জীবনের ঝুঁকি নিয়ে মোটা টাকা খরচ করে পশ্চিমের দেশে পাড়ি দিয়েছিল একদল ভারতীয় যুবক-যুবতী। তারপর বাকি জীবন বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তাঁদের। বাস্তবেও এমনটাই হয়। কারণ বিত্তবৈভব, উন্নত ও আরামের জীবনযাত্রা এবং মোটা মাইনের কাজের খোঁজে আমেরিকা-ইউরোপের মতো দেশগুলিতে পাড়ি জমান অনেকেই। কেউ বৈধভাবে আবার অনেকেই অবৈধ ভাবে অনুপ্রবেশের চেষ্টা করেন এবং প্রাণ হারান। এই সংখ্যাটা নেহাত কম নয়। তবে অবৈধভাবে সীমান্ত পেরোতে গিয়ে অধিকাংশই ধরা পড়ে যান। তা সত্ত্বেও ভারতীয়দের, বিশেষত গুজরাতিদের মধ্যে আমেরিকায় প্রবেশের চেষ্টার কোনও কমতি নেই! মার্কিন প্রশাসনের তথ্য বলছে, গত এক বছরে প্রত্যেক ৬০ মিনিটে ১০ জন ভারতীয় নাগরিক অবৈধ ভাবে আমেরিকায় ঢুকতে গিয়ে গ্রেফতার হয়েছেন।
গত বছর ২০২৩ সালের ১ অক্টোবর থেকে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনুপ্রবেশকারীদের নিয়ে তথ্য দেওয়া হয়েছে। তাতে দাবি করা হয়েছে, অনুপ্রবেশের অভিযোগে এক বছরের মধ্যে প্রায় ২৯ লক্ষ মানুষকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বেশির ভাগই মেক্সিকো এবং কানাডার সীমান্ত দিয়ে আমেরিকায় প্রবেশের চেষ্টায় ছিলেন। আর তাঁদের মধ্যে ৫০ শতাংশই নাকি গুজরাতের বাসিন্দা। আমেরিকা এবং কানাডা সীমান্তে গত এক বছরে ৪৩,৭৬৪ জন গ্রেফতার হয়েছেন। সব মিলিয়ে সংখ্যাটা প্রায় ৯০ হাজার।