Attack On Iran: পরমাণু শক্তিধর ইরানের উপর ইজরায়েলের মিসাইল হামলা

Attack on Iran: তেলের দুনিয়ায় যুদ্ধ শুরু। ইরানের উপর আছড়ে পড়ছে ইজরায়েলের মিসাইল। ইরানি হামলার প্রত্যাঘাত চলছে বলেই জানিয়েছে ইজরায়েল সরকার। ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে ‘সুনির্দিষ্ট…

breaking-News-kolkata24x7

Attack on Iran: তেলের দুনিয়ায় যুদ্ধ শুরু। ইরানের উপর আছড়ে পড়ছে ইজরায়েলের মিসাইল। ইরানি হামলার প্রত্যাঘাত চলছে বলেই জানিয়েছে ইজরায়েল সরকার।

ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে ‘সুনির্দিষ্ট হামলা’ চালানো হচ্ছে। এমনই জানান ইজরায়েলের সেনা।  আইডিএফ বলেছে, ইরানের 200 ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করার 4 সপ্তাহ পরে প্রত্যাঘাত শুরু হলো।

ইরান পরমাণু শক্তিধর দেশ। তাদের সঙ্গে ইজরায়েলের সংঘর্ষের কারণ, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে ইজরায়েলের অভিযান। ফিলিস্তিনি সংগঠনগুলি ইরানের মিত্র। সেই রেশ ধরে ইরানে মিসাইল হামলা চালিয়েছিল ইজরায়েলের উপরে।

Advertisements

ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বিবৃতিতে বলেছে, “ইজরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে ইরানের শাসকদের কাছ থেকে কয়েক মাস ধরে ক্রমাগত আক্রমণের জবাবে–এই মুহূর্তে ইজরায়েল প্রতিরক্ষা বাহিনী ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট হামলা চালাচ্ছে”।

তেহরান থেকে সংবাদসংস্থা এপি জানাচ্ছে, ইরানের পরমাণু কেন্দ্রকে নিশানা করেনি ইজরায়েল। তাদের মিসাইল অন্যত্র পড়ছে। ইরানে জারি সতর্কতা। বিশ্ব তেলের বাজারে অস্থির পরিস্থিতি তৈরি হতে চলেছে।