নিলামের আগেই ‘গেঞ্জি অবতারে’ সমাজমাধ্যমে ভাইরাল হলেন ধোনি

আন্তর্জাতিক ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছিলেন তিনি। তবে বিতর্ক সরিয়ে রাখলে ভারতের এই সর্বকালের সেরা অধিনায়ককে মাঠে নামতে দেখার জন্যই হাপিত্যেশ করে বসে থাকেন সমর্থকরা। আর…

আন্তর্জাতিক ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছিলেন তিনি। তবে বিতর্ক সরিয়ে রাখলে ভারতের এই সর্বকালের সেরা অধিনায়ককে মাঠে নামতে দেখার জন্যই হাপিত্যেশ করে বসে থাকেন সমর্থকরা। আর মহেন্দ্র সিং ধোনিও চাননা তাঁর সমর্থকদের নিরাশ করতে। তাই ৪৩ বছর বয়সে পৌঁছেও সাত নম্বর জার্সি গায়ে মাঠে নামতে মুখিয়ে থাকেন তিনি। তবে আইপিএল ২০২৫-এ মহেন্দ্র সিং ধোনির খেলা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। তবে মাঠে নামা নিয়ে অনিশ্চয়তা থাকলেও জনপ্রিয়তা একটুও কমছে না ঝাড়খন্ডের ব্যাটারের।সম্প্রতি ধোনির একটি নতুন লুক (MS Dhoni New Look) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে তাকে সাদা গেঞ্জি এবং সাদা প্যান্ট পরা অবস্থায় দেখা গেছে।

বেশ কিছুদিন আগে নতুন হেয়ারস্টাইল করে বেশ ভাইরাল হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। বিখ্যাত সেলেব্রিটি হেয়ার স্টাইলিষ্ট আলিম হাকিম তাঁর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেন ধোনির সেই নয়া ‘কুল’ লুক। এবার গতকাল ভাইরাল হওয়া ছবিগুলিতে ধোনি একটি ভ্যানিটি ভ্যান থেকে বেরিয়ে আসছেন এবং তার ফিট বডি ও শক্তিশালী বাইসেপস স্পষ্ট দেখা যাচ্ছে, যা প্রমাণ করে তার শারীরিক অবস্থা কতটা ফিট। ধোনির এই কালো সানগ্লাস পরা লুক সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। উল্লেখ্য বিষয় হল ধোনির পরনে ছিল শুধুমাত্র একটি গেঞ্জি -যা নিয়ে বিস্তর শোরগোল পড়েছে নেটদুনিযায়। অনেকে মন্তব্য করেছেন ধোনি বোধহয় খেলা ছেড়ে কোনও সিনেমার শুটিং করতে চলেছেন।

   

বিভিন্নভাবে সমাজমাধ্যমে ভাইরাল হলেও ধোনি আইপিএল ২০২৫-এ খেলবেন কি না, এই নিয়ে এখনও সংশয় রয়েছে। ধারণা করা হচ্ছিল, ২৮ অক্টোবর CSK-এর কর্মকর্তাদের সাথে বৈঠক করে ধোনি এই বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। তবে সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, বিসিসিআই-এর ডেডলাইন ৩১ অক্টোবরের ঠিক একদিন আগে ধোনি তার আইপিএল ভবিষ্যৎ সম্পর্কে আপডেট দিতে পারেন।

বেঙ্গালুরুর পর ব্যর্থতা পুনেতেও; স্যান্টনারের ‘ঘূর্ণিজালে’ ১৫৬ রানেই অলআউট ভারত

আসলে চেন্নাই সুপার কিংসকে (CSK) অন্যান্য দলের মতোই ৩১ অক্টোবরের মধ্যে বিসিসিআই-কে তাদের রিটেনশন তালিকা জমা দিতে হবে। কিন্তু ধোনি এখনও আইপিএল ২০২৫-এ খেলা নিয়ে কোনও নির্দিষ্ট অবস্থান নেননি, যা CSK শিবিরে কিছুটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

দুর্দান্ত পারফরম্যান্সে মণিপুরকে হারিয়ে নয়া ‘চমক’ দিল বাংলার মহিলা দল

তবে এবিষয়ে CSK-এর সিইও কাশি বিশ্বনাথন এক বিবৃতিতে জানিয়েছেন, “আমরা চাই ধোনি CSK-এর হয়ে খেলুক, কিন্তু এখনও তিনি এই বিষয়ে কোনও নির্দিষ্ট মন্তব্য করেননি। তবে আমি ৩১ অক্টোবরের আগে সবকিছু জানিয়ে দেব।” গত মরশুমে ধোনি অধিনায়কত্ব ঋতুরাজ গায়কওয়াডের হাতে তুলে দিয়েছিলেন, যা দলের ভবিষ্যৎ পরিকল্পনায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে ধোনিকে (MS Dhoni New Look) চার কোটি টাকার বেস প্রাইসে রিটেন করা হবে কি না, তা এখনও নিশ্চিত নয়।