রাস্তা খারাপ হলেও এবার ‘নো পরোয়া’, Royal Enfield Hunter 350 দুর্দান্ত আপডেট পেতে চলেছে

বর্তমানে একাধিক প্রকল্প নিয়ে ব্যস্ত রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। বলতে গেলে সংস্থার দম ফেলার সময়টুকু নেই! কেন এমনটা বলছি জানেন? কারণ সামনেই ইতালির মিলানে জাঁকজমকপূর্ণভাবে…

short-samachar

বর্তমানে একাধিক প্রকল্প নিয়ে ব্যস্ত রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। বলতে গেলে সংস্থার দম ফেলার সময়টুকু নেই! কেন এমনটা বলছি জানেন? কারণ সামনেই ইতালির মিলানে জাঁকজমকপূর্ণভাবে পালিত হতে চলেছে EICMA 2024। এই বাইক প্রদর্শনীকে ঘিরে বিভিন্ন সংস্থা চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি সেরে ফেলেছে। তেমন রয়্যাল এনফিল্ডও একের পর এক বাইকের টেস্টিং চালিয়ে যাচ্ছে। এবারে রাস্তায় নতুন প্রজন্মের Royal Enfield Hunter 350-এর দেখা মিলল। তাৎপর্যপূর্ণ আপডেট পেতে চলেছে বাইকটি।

   

ডিজাইনের বৈশিষ্ট্য হিসাবে Royal Enfield Hunter 350-এ রয়েছে নতুন এলইডি হেডলাইট। যা রয়্যাল এনফিল্ডের অন্যান্য মোটরসাইকেলেও উপস্থিত। যেমন Interceptor 650-এ রয়েছে। বর্তমানে বাইকটি একটি হ্যালোজেন হেডলাইটে রাতের অন্ধকারে পথ চলে। তাই এলইডি লাইট যোগ হলে যে রাতের রাস্তায় আরও ভালোভাবে পথ চলা যাবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

রয়্যাল এনফিল্ডের এই 650cc বাইক পাচ্ছে বিরাট আপডেট

অন্যান্য পরিবর্তনের মধ্যে নয়া ভার্সনের Hunter 350-এ থাকছে নতুন টুইন শক রিয়ার অ্যাবজর্বার। বাইক রাইডিংয়ের ক্ষেত্রে যার ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। কারণ এর উপর নির্ভর করে বাইকটি কতটা মসৃণ রাইডিং দেবে। তাই নতুন সাসপেনশন খারাপ রাস্তায় পূর্বের সেই ঝাকুনির সমস্যা দূর করতে পারবে বলেই মনে করা হচ্ছে।

Royal Enfield-এর প্রথম ইলেকট্রিক বাইক কেমন হবে, লঞ্চের আগেই ছবি ফাঁস

Royal Enfield Hunter 350-এর শক্তির উৎস হিসাবে থাকছে একটি ৩৪৯ সিসি, এয়ার-কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। অর্থাৎ ইঞ্জিনে কোন পরিবর্তন থাকছে না। এটি থেকে ২০.২ বিএইচপি শক্তি এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন হবে। মোটরের সঙ্গে সংযুক্ত থাকছে ৫-গতির গিয়ারবক্স। এখন এই বাইক দুটি ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যায় – রেট্রো ও মেট্রো। ২০২৫ মডেলে রয়্যাল এনফিল্ড এতে নতুন কালার অপশন আনতে পারে। আগামী কয়েক মাসের মধ্যেই ভারতের বাজারে পা রাখবে এই বাইক।