সম্প্রতি ভারতের পুরুষ এবং মহিলা দুই দলের ক্রিকেটাররাই পরাজিত হয়েছেন নিউজিল্যান্ডের কাছে। বেঙ্গালুরু টেস্টে নিউজিল্যাণ্ড পুরুষ দলের কাছে হারার পর মহিলা বিশ্বকাপের মঞ্চে কিউয়ি মহিলা দলের কাছেও হার মানে ভারত। সে কারণেই দুই দলের লক্ষ্য ছিল এক, যে কোনো ভাবেই হারের মধুর প্রতিশোধ নেওয়া। আজ সকালে পুনেতে টেস্ট ক্রিকেটে সেই লক্ষ্যেই এগিয়েছেন রোহিত-বিরাট-বুমরাহরা। এবার বিকেলে ওয়ানডে ক্রিকেট (IND-W vs NZ-W 1st ODI) খেলতে নেমে ২২৭ রান করে নিউজিল্যাণ্ড মহিলা দলকে বিপাকে ফেললেন স্মৃতি মান্ধানা-দীপ্তি শর্মারা।
বেশ কিছুমাস আগেই ওয়ানডে ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন হরমনপ্রীত কৌর। তাই চলতি ভারত বনাম নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজে অধিনায়কের দায়িত্বভার নিজের কাঁধে তুলে নেন স্মৃতি মান্ধানা। তবে এদিন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ব্যাট করতে নেমে ব্যর্থ হয়েছেন ভারত অধিনায়ক। মাত্র ৫ রান করেই ডাগআউটে ফিরে যেতে হয়েছে তাঁকে। মান্ধানা ছাড়াও ব্যর্থ হেমলতা (৩) এবং অরুন্ধতী রেড্ডি (১৪)। তবে মান্ধানা ব্যর্থ হলেও তাঁর সঙ্গী শেফালী ২২ বল খেলে ৩৩ রান করেন।
New Zealand bowled India out for 227 in the first ODI in Ahmedabad 🏏#INDvNZ 📝: https://t.co/jluDe51sXu pic.twitter.com/NgytmXIYG1
— ICC (@ICC) October 24, 2024
শেফালির পাশাপাশি রান পেয়েছেন জেমিমা রদ্রিগেস (৩৫), তেজল হাসনবিশ (৪২)। তবে এদিন ব্যাট হাতে ভারতের নায়ক হলেন দীপ্তি শর্মা। গুজরাটের মত বড় মাঠেও দুটি চার এবং একটি ছক্কা সহ ৫১ বলে ৪১ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে যান তিনি। তাঁর এবং তেজলের সুবাদেই ২০০ রানের গন্ডি টপকায় ভারত।
রিভিউ নিতেই ধুন্ধুমার কান্ড! সরফরাজের দক্ষতায় ‘তাজ্জব’ রোহিত
প্রসঙ্গত উল্লেখ্য যে ব্যাট হাতে সাফল্য এলেও বল হাতে কতটা সাফল্য আসবে ভারতের (IND-W vs NZ-W 1st ODI) সে বিষয়ে এখন থেকেই মুখ খুলছেন সমর্থকরা। টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমে ব্যাট করেও নিউজিল্যান্ডের কাছে হার মানতে হয়েছিল উইমেন ইন ব্লুজকে। সেই ম্যাচ হেরেই বিশ্বকাপ ফাইনাল জেতার স্বপ্নভঙ্গ হয় ভারতীয় মহিলা ব্রিগেডের। এবারেও ঘরের মাঠে ফেভারিট ভারত। তবে সম্প্রতি বিশ্বকাপ জিতে আত্মবিশ্বাসী থাকা কিউয়ি মহিলাদের কতটা হারতে পারবেন মান্ধানা এন্ড কোম্পানি সেটাই এখন দেখার।