মেসির পর চোট সরিয়ে এবার মাঠে ফিরছেন নেইমার

তাঁর মত প্রোলিফিক এক গোল স্কোরার ব্রাজিল আজও খুঁজে পায়নি। তবে নিজেকে মেসি-রোনাল্ডোর সাথে একাসনে বসালেও, নেইমার জুনিয়র আজ নেই কোনো খবরে। তবে খবরে না…

তাঁর মত প্রোলিফিক এক গোল স্কোরার ব্রাজিল আজও খুঁজে পায়নি। তবে নিজেকে মেসি-রোনাল্ডোর সাথে একাসনে বসালেও, নেইমার জুনিয়র আজ নেই কোনো খবরে। তবে খবরে না থাকলেও, তাঁকে ঘিরে আক্ষেপটা আজও রয়েছে সমর্থকদের কাছে। কারণ প্রতিভা থাকলেও চোট সমস্যার জন্য বারবার মেসি-রোনাল্ডোর থেকে শিরোনামের আড়ালে থেকে যেতে হয়েছে এই ব্রাজিলিয়ানকে।

গত বছর ১৮ অক্টোবর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বাঁ হাঁটুতে চোট পেয়ে স্ট্রেচারে করে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন নেইমার। এরপুর কেটে গিয়েছে প্রায় এক বছরের অপেক্ষা। মাঠে বল পায়ে দেখা যায়নি তাঁর জাদুগরী। তবে একবছর পর মিলছে সুখবর। সব ঠিক থাকলে আগামী সোমবার মাঠে দেখা যেতে পারে নেইমারকে (Neymar Return from Injury)।

   

গতকাল নেইমারের ক্লাব আল হিলালের (Al Hilal SFC) কোচ হোর্হে জেসুস জানিয়েছেন, আগামী সোমবার ব্রাজিল ফরোয়ার্ডের মাঠে ফেরার সম্ভাবনা আছে। তিনি এই মুহূর্তে অনুশীলনে দলের সাথে যোগ দিয়েছেন। সোমবার (২১ অক্টোবর) এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আল আইনের মুখোমুখি হবে আল হিলাল। আর এই ম্যাচেই শুরু থেকে শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে মাঠে দেখতে চান সৌদির কোচ এবং সমর্থকরা।

তবে নেইমার অনুশীলনে দলের সাথে যোগ দিলেও তাঁর খেলার সেভাবে কোনো নিশ্চয়তা দেননি জেসুস। তবে একটি সম্ভাবনার কথা জানিয়েছেন গতকাল, ‘আজ (গতকাল) নেইমারের চোট পাওয়ার এক বছর পূর্ণ হলো। চিকিৎসাগত দিক থেকে সে পুরোপুরি সেরে উঠেছে এবং অনুশীলনেও যোগ দিয়েছে। আগামী দুই দিন সবকিছু এমন ইতিবাচক থাকলে দলের পরের ম্যাচে তাকে সংযুক্ত করা হবে।’

গতবছর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে ২-০ গোলে হারে ব্রাজিল। এক সময়ের সতীর্থ সুয়ারেজের বিপক্ষে সেই ম্যাচের ৪৩ মিনিটে চোট পেয়েছিলেন নেইমার। বাঁ হাঁটুতে এসিএল চোটের পাশাপাশি দুটি মেনিসকাসও ক্ষতিগ্রস্ত হয়েছিল। মাঝের এই এক বছরে নেইমারকে ছাড়া ১৪ ম্যাচ খেলে ৬ জয়, ৫ ড্র ও ৩টি হার দেখেছে ব্রাজিল। বিখ্যাত এই হলুদ জার্সিতে নেইমারের অভিষেক ২০১০ সালে। তার পর থেকে এ পর্যন্ত ব্রাজিলের খেলা ১৯২ ম্যাচের মধ্যে ৬২ ম্যাচে নেইমারকে পায়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। নেইমার মাঠে থাকতে ব্রাজিলের সাফল্যের হার ৭৮.৬ শতাংশ, নেইমারকে ছাড়া ৬৩.৯ শতাংশ।

সৌদি প্রো লিগে নেইমারকে এখনো খেলাতে পারেনি আল হিলাল। শুধু এএফসি চ্যাম্পিয়নস লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপের জন্য তাঁকে মাঠে নামিয়েছে সৌদি ক্লাবটি। আল হিলালের হয়ে গত বছর অক্টোবরে নেইমারের সর্বশেষ ম্যাচটি ছিল এএফসি চ্যাম্পিয়নস লিগে নাসাজি মাজানদারানের বিপক্ষে। যদিও ম্যাচ না খেললেও ক্লাবের (Al Hilal SFC) সাথে চুক্তির মেয়াদ আরও বাড়াবেন বলেই শোনা যাচ্ছে নেইমারের ম্যানেজারের তরফ থেকে।

ডাইনি সন্দেহে একই পরিবারের তিনজনকে হত্যা, জঙ্গলে মিলল দেহ

আল আইনের মুখোমুখি হওয়ার পর এএফসি চ্যাম্পিয়নস লিগে আল হিলালের পরবর্তী ম্যাচ ৪ নভেম্বর। তার আগেই নভেম্বরের দুটি ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করার সম্ভাবনা অনেক বেশি। সুতরাং সুস্থ হলের ব্রাজিলের হয়েও খেলতে পারেন তিনি। সেক্ষত্রে ছন্দ হারানো জোগো বনিতাদের ছন্দ ফিরলেও ফিরতে পারে।

অবশেষে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন নাগা, তুলোধনা করলেন তেলেঙ্গানার মন্ত্রীকে

প্রসঙ্গত উল্লেখ্য যে, নেইমার জাতীয় দলে খেলছেন না ১১ মাস হল। যদিও তাঁর প্রতিভা বা স্কিল নিয়ে কোনো সন্দেহ কোনো কালেই ছিল না। ব্রাজিল ফুটবলের দু:খী রাজকুমার তিনি। ২০১০ সাল থেকে শুরু করে সবগুলো বিশ্বকাপেই খেলেছেন নেইমার। গোল করেছেন, গোল করিয়েছেন।ইনজুরি তাঁর নিত্য সঙ্গী। তবে তিনি ফিরলেও (Neymar Return from Injury) আল হিলাল বা ব্রাজিলের কি আর সুদিনে ফিরবে? প্রশ্নটির উত্তর কেবল এখন ভাগ্য-বিধাতাই জানেন!