আইপিএল নিলামে চাঁদের হাট। তারকা খচিত কলকাতা নাইট রাইডার্সের টেবল। উপস্থিত রয়েছে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান (Aryan Khan IPL)। সঙ্গে বোন সুহানা খান (Suhana Khan)। প্রথমবারের জন্য আইপিএল অকসনে এসেছেন তিনি।
নিলামে ক্রিকেটার কেনা-বেচার আগেই ফোকাসে খান পরিবার। আরিয়ান খান আগেও এসেছেন আইপিএল নিলামের আসরে। তবুও ক্যামেরার শাটার থামছে না তাঁকে লক্ষ্য করে। নজর কাড়ছেন সুহানাও। দাদার সঙ্গে বসে ল্যাপটপে চোখ রেখেছেন তিনি। নিলাম প্রক্রিয়া শুরু হওয়ার আগে ঝালিয়ে নিচ্ছিলেন স্ট্র্যাটেজি।
আরিয়ান খানকে দেখে মুগ্ধ নেট দুনিয়া। ভাইরাল হচ্ছে তাঁর ছবি। ‘ অবিকল শারুখের মতো ‘ কমেন্ট ভাসচে ওয়ালে ওয়ালে। আরিয়ানের বিভিন্ন মুহূর্তের ছবি হয়েছে ক্যামেরা বন্দি। প্রীতি জিন্টা পর্যন্ত সেলফি নিলেন জুনিয়র শাহরুখের সঙ্গে।
নিলামে অন্যান্যবারের মতোই জল মেপে পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টায় রয়েছে কলকাতার এই ফ্র্যাঞ্চাইজির ক্লাবটি। আপাতত শ্রেয়স আইয়ার, প্যাট কামিন্স, নীতিশ রানাদের দলে তুলে নিয়েছে কেকেআর। আইয়ারের ক্রয় মূল্য ১২.২৫ কোটি টাকা।