হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতলের (High-Rise Collapses) ছাদ। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে গুরগাঁওয়ে । একজনের মৃত্যুর খবর মিলেছে ইতিমধ্যে। বহু মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
সংবাদ সংস্থা সূত্রে খবর, গুরগাঁওয়ের ১০৯ সেক্টরে প্যারাদিস্কো হাউজিং কমপ্লেক্সে আচমকা ভেঙে পড়ে বহুতল ভবনটি। আঠারো তলার ফ্ল্যাটের লিভিং রুমে ছাদ ভেঙে পড়ে হুড়মুড়িয়ে। চাঙ্গর খোসে পড়ে একেবারে নীচে। বাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। ইতিমধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ধ্বংসাবশেষের নীচে ঠিক কতো জন চাপা পরে আছে সে ব্যাপারে আপাতত মেলেনি সদুত্তর। বাড়ছে আশঙ্কা।
ঘটনাস্থলে রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারের কাজ চালানো হচ্ছে জোর কদমে। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর জানিয়েছেন যে তিনি ঘটনার দিকে নজর রেখেছেন। এবং সকলের নিরাপত্তা কামনা করেছেন।