ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন অস্কার ব্রুজন। গত মঙ্গলবার নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর যোগদানের কথা ঘোষণা করেছে ময়দানের এই প্রধান। গত আইএসএলের ম্যাচে জামশেদপুর এফসির বিপক্ষে বিনো জর্জের তত্ত্বাবধানে দল মাঠে নামলেও এবার বদলেছে পরিস্থিতি। আসন্ন ডার্বি ম্যাচ থেকেই দলের দায়িত্ব নিতে চলেছেন এই নয়া কোচ। বর্তমানে তাঁর হাত ধরেই জয়ের সরণিতে ফিরতে চাইছেন লাল-হলুদ সমর্থকরা।
আগামী ১৯ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। এখন এই ম্যাচের দিকেই নজর থাকবে সকলের। কার্লেস কুয়াদ্রাত পদত্যাগ পত্র জমা দেওয়ার পর লাল-হলুদ কোচ নিয়ে ব্যাপক ধোঁয়াশা দেখা দিয়েছিল সকলের মধ্যে। সেই সময় ময়দানে কান পাতলেই উঠে শোনা যাচ্ছিল একাধিক হাইপ্রোফাইল কোচের নাম। যাদের মধ্যে অন্যতম ছিলেন এই অস্কার ব্রুজন। পরবর্তীতে সবাইকে পিছনে ফেলে কোচ হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে আসেন এই স্প্যানিশ কোচ।
তারপর গত মঙ্গলবার শেষ মুহূর্তের আলোচনার পর ঘোষণা করে দেওয়া হয় তাঁর নাম। কিন্তু কেন এই কোচের উপর ভরসা রাখল লাল-হলুদ ম্যানেজমেন্ট? সেই প্রসঙ্গে মুখ খোলেন ইমামি কর্তা বিভাস বর্ধন আগরওয়াল। তিনি বলেন, ” অস্কার এশিয়ায় যথেষ্ট প্রমাণিত। অনবদ্য ট্র্যাক রেকর্ড সহ সে একজন চ্যাম্পিয়ন কোচ। বসুন্ধরা কিংসের সাথে তাঁর ট্রফিলাভের পাশাপাশি এএফসি প্রতিযোগিতায় তাঁর সমৃদ্ধ অভিজ্ঞতা তাঁকে ইস্টবেঙ্গলের নেতৃত্ব দেওয়ার জন্য একজন আদর্শ ব্যক্তি হিসেবে বিবেচিত করেছে। তোলে।”
তিনি আরও বলেন, ” তাছাড়া এই কোচ ভারতীয় ফুটবল সার্কিটেও অভ্যস্ত, অতীতে স্পোর্টিং ক্লাব ডি গোয়া এবং মুম্বাই সিটি এফসি-এর সাথে কাজ করেছেন। আমরা এই মরসুমের জন্য অস্কারের শুভেচ্ছা জানাই। আমরা আত্মবিশ্বাসী যে সে আমাদের ক্লাবের মান বজায় রাখবে এবং সমর্থকদের গর্বিত করবে।” তবে প্রাক্তন কোচ কার্লেস কুয়াদ্রাতের ধারা বজায় রেখে আদৌও তিনি এই মরসুমে দলকে ট্রফি জেতাতে পারেন কিনা এখন সেটাই দেখার।