মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধিভঙ্গের (Model Code of Conduct) অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। শরণার্থীদের কথা সরকার আগে কেন ভাবল না? রাজ্য সরকারের উদ্দেশ্যে প্রশ্ন বিরোধী দলনেতার।
শরণার্থীদের পাশে দাঁড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে নবান্নে। কিছু ফ্রিহোল্ড দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এখানেই খটকা শুভেন্দুর। রাজ্যে পুরভোট এখনো বাকি রয়েছে। তার আগে পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্ত নির্বাচনী বিধি উলঙ্ঘন করেছে বলে শুভেন্দুর অভিযোগ।
সরকারি নির্দেশিকার ছবি পোস্ট করে সামাজিক মাধ্যমে নন্দীগ্রামের বিধায়ক বলছেন, ” প্রথমেই এটা পরিষ্কার করে বলতে চাই, শরণার্থী উপনিবেশের অধিবাসীদের কাছে ফ্রিহোল্ড দেওয়ার বিপক্ষে আমি নয়। কিন্তু এই সিদ্ধান্ত কেন আগে নেওয়া হল না?’
এরপরেই শুভেন্দুর যুক্তি, ‘যেহেতু এখন আদর্শ আচরণবিধি চালু আছে, তাই ২৭ ফেব্রুয়ারির পর তা করা উচিত। মমতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ও মিউনিসিপ্যালিটি নির্বাচনের ঠিক আগে আদর্শ আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনে ফায়দা তোলার চেষ্টা করছেন। পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনার শাসক দলের সুবিধার জন্য সব কিছু জেনেও স্বেচ্ছায় নিজের চোখ বেঁধে রয়েছেন।’