বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে জেলে খুন করার মামলায় অভিযুক্ত বন্দি

সেনা অভ্যুত্থানে বাংলাদেশ রক্তাক্ত ক্ষমতা দখলের পর জেলে বন্দি করে খুন করা হয়েছিল দেশটির প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ ও প্রাক্তন উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে। সেই…

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে জেলে খুন করার মামলায় অভিযুক্ত বন্দি

সেনা অভ্যুত্থানে বাংলাদেশ রক্তাক্ত ক্ষমতা দখলের পর জেলে বন্দি করে খুন করা হয়েছিল দেশটির প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ ও প্রাক্তন উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে। সেই পরিকল্পিত ‘জেল হত্যা’ মামলার অন্যতম অভিযুক্ত ধৃত মালয়েশিয়ায়।

Advertisements

জেলহত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত মেজর মহ. খায়রুজ্জামানকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের পুলিশ। মালয়েশিয়ার আমপাং শহরে থাকা প্রাক্তন বাংলাদেশি কূটনীতিককে জেরা করছে সেদেশের পুলিশ।

   

বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের খুন করে দেশটির সেনাবাহিনীর বিদ্রোহীরা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট এই আন্তর্জাতিক আলোড়িত ঘটনার পর বন্দি করা হয়েছিল আওয়ামী লীগের চারজন নেতাকে। সেই বছরেই ৩ নভেম্বর জেলের মধ্যে চারজনকেই গুলি করে খুন করা হয়।

Advertisements

এই ঘটনায় অন্যতম অভিযুক্ত অবসরপ্রাপ্ত মেজর মহ. খায়রুজ্জামান। ২০০৭ সালে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত হয়েছিলেন। তিনি মালয়েশিয়ায় থেকে যান।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে তাকে ওই পদ থেকে বাতিল করে দেশে ফিরতে বলা হয়। তবে তিনি দেশে না ফিরে এক দশকেরও বেশি সময় ধরে সেখানে শরণার্থী হিসেবে ছিলেন।