আজ বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার৷ বেলা গড়াতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামে কলকাতা সহ দক্ষিণবঙ্গে৷ হাওয়া অফিসের(weather update) খবর অনুযায়ী, বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি শুরু হয়ে গিয়েছে৷ যার জেরেই বঙ্গজুড়ে শুরু হয়ে গিয়েছে বর্ষণ৷ পুজোর কটাদিনও ভাসতে পারে বাংলা দাবি হাওয়া অফিসের৷
বঙ্গোপসাগরের বুকে আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে এই নিম্নচাপ(weather update) তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে পুজোর আগে আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে নিম্নচাপের (weather update) প্রভাবে বৃষ্টির সম্ভাবনা বাড়লেও পুজোর মধ্যে এ রাজ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।
তবে সার্বিকভাবে না হলেও দুর্গাপুজো চলাকালীন বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় বৃষ্টি হতে পারে। যদিও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস (weather update) নেই বললেই চলে৷ তবে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি হবে। সেক্ষেত্রে এবারের বৃষ্টিতে পুজো মাটি না হলেও ভিজতে চলেছে বাংলা।
এদিকে শুক্রবার নিম্নচাপ তৈরি হয়েছে৷ যার জেরে সমুদ্রেযেতে নিষেধ করা হয়েছে৷ মৎস্যজীবীদের৷ জারি রয়েছে সতর্কবার্তা৷ বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। তবে আজ বৃষ্টি হলেও অস্বস্তি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (weather update)৷ কিন্তু সকলের মনে একটাই প্রশ্ন পুজোর চারদিন কেমন থাকবে বাংলার আবহাওয়া৷
তবে জানা গিয়েছে, পুজোর চারদিন দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে দক্ষিণে কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস(weather update) নেই। আগামী বুধবার, ষষ্ঠী পর্যন্ত দক্ষিণের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কিন্তু আগামীকাল ও শনিবার হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তরেও প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিংএবং কালিম্পঙের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।