ইজরায়েলি মিসাইলের মুখ ঘুরল ইরানের দিকে, নিশানায় পরমাণু কেন্দ্র, আতঙ্কিত বিশ্ব

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা: পরমাণু শক্তিধর দেশ ইরান (Iran) কখন কোথায় কীভাবে হামলা চালাবে তার আগাম সংবাদ পেয়ে যাচ্ছে সংবাদমাধ্যম! নিউইয়র্ক টাইমসের এক্সক্সুসিভ ব্রেকিংয়ে হামলার…

israel Gears Up for Potential Missile Strike on Iran Amid Escalating Tensions"

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা: পরমাণু শক্তিধর দেশ ইরান (Iran) কখন কোথায় কীভাবে হামলা চালাবে তার আগাম সংবাদ পেয়ে যাচ্ছে সংবাদমাধ্যম! নিউইয়র্ক টাইমসের এক্সক্সুসিভ ব্রেকিংয়ে হামলার সময় মিলে গেছে। মঙ্গলবার (২ অক্টোবর) গভীর রাতে শত শত মিসাইল ইরান থেকে ইজরায়েলের (Israel) আকাশ সীমা পার করে। এই ঘটনা প্রমাণ করছে, ইরানের অভ্যন্তরে নিরাপত্তা বলয়ে রয়েছে ফাঁক!

ইরানি নিরাপত্তা বলয়ের ফাঁক গলে ইজরায়েল খতম করেছে কখনো হামাস গোষ্ঠী (জঙ্গি তালিকাভুক্ত), কখনো হিজদুল্লাহ গোষ্ঠী (জঙ্গি তালিকাভুক্ত) প্রধানদের। পরমাণু শক্তির বলীয়ান হয়েও প্রবল আতঙ্কে ইরানের সর্বচ্চো নেতা আলি খামেনেই গোপন আস্তানায়। এমনই ইরানের সামরিক পরিকল্পনা ইজরায়েল ভেঙে দেবে তা নিশ্চিত।

   

Kolkata 24×7 এর মধ্যপ্রাচ্যের বিশেষ সংবাদদাতা সুজানা ইব্রাহিম মোহনা। তিনি বিশ্ব রাজনৈতিক উত্থান পতনের অন্যতম কেন্দ্র কাতারের রাজধানী দোহা শহরে থাকেন। আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে তাঁর রিপোটার্জ পশ্চিমবঙ্গবাসীর কাছে তুলে ধরেন।

সকাল থেকে হইহই চলছে। কাতার সরকারের সবকটি কূটনৈতিক চ্যানেল অনবরত দু-তরফা সংযোগ রেখে ইরান-ইজরায়েল সম্ভাব্য যুদ্ধ থামাতে মরিয়া। বারবার কূটনৈতিক ম্যাজিক দেখিয়েছে কাতার। এবার? ট্রিলিয়ন ট্রিলিয়ন পেট্রো ডলারের সমতুল্য প্রশ্নের উত্তর যদি কাতার লিখতে পারে তবেই বিশ্ব শান্তিতে থাকবে। এই প্রতিবেদন যখন আপনি পড়ছেন তখন পারস্য উপসাগর তীরের দেশগুলিতে চরম উৎকণ্ঠা। সেই উদ্বেগ ঢেউ বঙ্গোপসাগর তীরে দুই বাংলার উৎসব আবহে হয়ত কিঞ্চিৎ আলোচিত হবে। কিন্তু গোটা বিশ্ব চরম অস্বস্তিতে।

একটু আগেই খবর এলো, ইজরায়েল সরকার সবরকম হামলার প্রস্তুতি নিচ্ছে। বিবিসি’র মধ্যপ্রাচ্য বিভাগ জানাল, ইজরায়েলের লক্ষ্যবস্তু হতে পারে ইরানের পারমাণবিক কেন্দ্র, মিসাইল মজুদ রাখার স্থান ও ইরানি সেনার ঘাঁটি।

বিবিসির সিকিউরিটি করেসপন্ডেন্ট ফ্রাঙ্ক গার্ডনার লিখেছেন, ইরান গত এপ্রিলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইজরায়েলের সহযোগীরা ধৈর্য ধারণের আহবান জানিয়েছিল। মঙ্গলবার ফের ইরানি হামলার পর আর চুপ থাকবে না ইজরায়েল।

ইজরায়েলে সরাসরি সামরিক হামলার জন্য ইরানকে ‘কঠোর পরিণতির’ হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন এ বিষয়ে ইজরায়েলের সাথে একযোগে কাজ চলছে।