গ্রুপ ডি নিয়োগ দুর্নীতির অভিযোগে চাকরি বাতিল। ৫৭৩ জনকে বরখাস্ত করার নির্দেশ আদালতের। নিয়োগ ব্যাপক দুর্নীতি হয়েছে বলে পর্যবেক্ষণ আদালতের। অবিলম্বে বেতন বন্ধ করার নির্দেশ। পাশাপাশি যে বেতন এখন অবধি পেয়েছেন উদ্ধার করার জন্য জেলা স্কুল পর্যবেক্ষককে নির্দেশ। অবসরপ্রাপ্ত বিচারপতি আর.কে. বাগের কমিটিকে আগামী ১৪ই ফেব্রুয়ারি র মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ।
স্কুলের গ্রুপ ডি নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ। হাইকোর্টের রায়ে বিপাকে পড়তে পরে রাজ্য সরকার। আদালতের পক্ষ থেকে পর্যবেক্ষণ, নিয়োগে রয়েছে অনিয়মের অভিযোগ। বরখাস্ত করা হয়েছে ৫৭৩ জনকে। তাদের বেতন বন্ধ করার ব্যাপারেও নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। একই সঙ্গে এর আগে তাদের যে বেতন দেওয়া হয়েছিল তাও উদ্ধার করার ব্যাপারে নির্দেশ দিয়েছেন বিচারপতি। এই কাজে দায়িত্বে দেওয়া হয়েছে জেলা স্কুল পর্যবেক্ষককে। রিপোর্ট জমা দিতে হবে আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে।
এর আগে আদালতের পক্ষ থেকে জানানো হয়েছিল, গ্রুপ ডি সংক্রান্ত দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে সিবিআই – এর প্রয়োজন নেই। কোর্টের পক্ষ থেকেই তৈরি করে দেওয়া হয়েছিল বিশেষ কমিটি। নেতৃত্বে রাখা হয়েছিল অবসর প্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগকে। দুই মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছিল।
বিতর্কিত নিয়োগ নিয়ে আগেই সমালোচনা করেছিল সিঙ্গল বেঞ্চ। ধীরে চলো নীতি নিয়েছিল হাইকোর্ট। দুমাসের রিপোর্ট দেখার পরেও সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছিল। ৫৭৩ জনের বেতন অনিশ্চয়তা আগেই তৈরি হয়েছিল। প্রশ্ন উঠেছিল পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা নিয়ে। এদিন হাইকোর্টের রায়ের পর রাজ্য সরকার কিছুটা ব্যাকফুটে চলে যাবে বলে মনে করছেন রাজ্যের একাংশ।