বিদেশীরা নন, চেন্নাই ম্যাচের আগে এই বাঙালিই চিন্তায় ফেলছেন সিংটোকে

বেঙ্গালুরু, নর্থইস্টের পর এবার হায়দ্রাবাদ- এবারের ইন্ডিয়ান সুপার লিগে কোচেদের ‘ভয়ের’ কারণ হয়ে দাঁড়াচ্ছেন বাঙালিরাই। এ মরশুমে ইন্ডিয়ান সুপার লীগ খেলতে নেমে বাঙালিদের পারফরম্যান্স মুগ্ধ…

Bengali Goalkeeper Worrying Singto Ahead of Chennai vs Hyderabad Match

বেঙ্গালুরু, নর্থইস্টের পর এবার হায়দ্রাবাদ- এবারের ইন্ডিয়ান সুপার লিগে কোচেদের ‘ভয়ের’ কারণ হয়ে দাঁড়াচ্ছেন বাঙালিরাই। এ মরশুমে ইন্ডিয়ান সুপার লীগ খেলতে নেমে বাঙালিদের পারফরম্যান্স মুগ্ধ করেছে ভারতীয় ফুটবলসমর্থকদের। কলকাতার ‘তিন প্রধান’ এই মরশুমে সাফল্যের মুখ না দেখলেও, মাঠে নেমে সমর্থকদের প্রশংসা কুড়িয়েছেন বাঙালি ফুটবলারররা। আর আগামীকাল ঘরের মাঠে চেন্নাইয়ের (Hyderabad FC vs Chennaiyin FC) বিরুদ্ধে খেলতে নেমে কোনো বিদেশী স্ট্রাইকার নন, এক বাঙালি গোলরক্ষকের ভয়েই প্রমাদ গুনছেন হায়দ্রাবাদ কোচ থেংবোই সিংটো।

এবছর আইএসএল খেলতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি ২০২১ সালর চ্যাম্পিয়ন হায়দ্রাবাদ এফসির। এ মরশুমে প্রথমে বেঙ্গালুরু এবং পরে পাঞ্জাবের কাছে লজ্জার হার হেরেছেন রদ্রিগেজ- অধিকারী – শ্রীভাসরা। অপরদিকে ওড়িশার বিরুদ্ধে জিতলেও মহামেডানের কাছে পরাজিত হয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। তবে বিগত বৃহস্পতিবার কলকাতায় এসে পরাজিত হলেও চেন্নাইয়ের বাঙালি গোলরক্ষক শমীক মিত্রের পারফরম্যান্স ছিল নজর কাড়ার মত। প্ৰথমার্ধে গোল বাঁচতে অক্ষম হলেও পরে নিজ দক্ষতায় চেন্নাইয়ের তেকাঠির নিচে তিনি ছিলেন একপ্রকার দুর্ভেদ্য। নিজের শক্তিশালী রিফ্লেক্স ব্যবহার করে এদিন মহামেডান তারকা কাশিমভের দুটি দূরপাল্লার সেভও করতে দেখা যায় তাঁকে। এছাড়াও বাঙালি গোলরক্ষকের প্রশংসায় মুগ্ধ হয়েছেন স্বয়ং ভারতের কোচ মানলো মার্কুয়েজও।

   

গতকাল এক পডকাস্টে এসে প্রাক্তন গোয়া কোচকে বলতে শোনা যায়, ” এবছর আইএসএলে গোলকিপাররা বেশ ভালো চেষ্টা করছেন। আমি কলকাতার বেশ কিছু ম্যাচ দেখেছি । চেন্নাইয়ের গোলরক্ষকের (শমীক মিত্রের) রিফ্লেক্স সত্যিই অসাধারণ।তবে এবিষয়ে আরও উন্নতি করতে হবে ওনাকে। বক্সের ভিতরে ওয়ান টু ওয়ান পরিস্থিতিতে অনেকসময় ঘাবড়ে যান গোলকিপাররা। তবে সে দিক থেকে শমীক অনেক এগিয়ে।”

Thangboi Singto: মোহনবাগান ম্যাচ সম্পর্কে ‘বিস্ফোরক’ হায়দরাবাদ কোচ

তবে শুধু ভারতীয় কোচ নন, বতমানে ভারতের তারকা গোলকিপার গুরপ্রীত সিংও শমীকের প্রশংসা করেছিলেন বেশ কিছুদিন আগে। ইউটিউবে ভারতীয় ফুটবল নিয়ে একটি চ্যাট শোতে এসে বেঙ্গালুরু কিপার বলেন, ” বর্তমানে আমি বাদেও বেশ কিছু ভালো গোলকিপার ভারতে তৈরী আছেন। এঁদের মধ্যে শমীক, দেবজিৎ, বিশাল, গিল বেশ ভালো সাড়া জাগিয়েছে। আশা করি ওঁরা আরো ভালো পারফরম্যান্স করবে। “

তবে শমীককে ঘিরে চেন্নাই আত্মবিশ্বাসী থাকলেও, ভিতরে ভিতরে প্রমাদ গুনছেন থেংবোই সিংটো। এই মুহূর্তে তাঁর দলের পারফরম্যান্স খুব একটা ভালো নয়। পরপর দুটি ম্যাচ হেরে লিগটেবিলের একেবারে তলদেশে রয়েছে হলুদ-কালো বাহিনী। সিংটো নিজেও জানেন সেকথা। তাই আগামীকাল মাঠে নামার আগে শমীককে ঘিরে ভিতর ভিতর প্রমাদ গুনলেও, বাইরে থেকে পুরোদস্তুর ‘কনফিডেন্ট’ তিনি। আজ সাংবাদিক বৈঠকে এবিষয়ে তিনি বলেন, ” চেন্নাই দলের গোলরক্ষক বেশ ভালো কাজ করেছে। এছাড়াও ওঁদের মাঝমাঠের কিছু খেলোয়াড়রাও বেশ ভালো। তবে আমরাও তৈরী। আশা করি একটা ভালো ম্যাচ উপহার দিতে পারব সর্মথকদের।” নিজের দলের খেলোয়াড়দের প্রতি আত্মবিশ্বাস দেখালেও পূর্ব ম্যাচের ব্যর্থতা নিয়ে অবশ্য নিশ্চুপই রয়ে গেছেন তিনি। তাই শমীককে আটকাতে ১লা অক্টোবর (Hyderabad FC vs Chennaiyin FC) সিংটোর এই হিমশীতল মস্তিষ্ক কতটা কাজে লাগতে পারে হায়দ্রাবাদের, সেটা দেখতেই মুখিয়ে আছেন সমর্থকরা।