ভ্যালেন্টাইন ডে-তে নতুন চমক নিয়ে ‘দিদি নং ওয়ান’এ আসছেন রচনা

কলকাতা: ভালবাসা থেকে বড় প্রাপ্তি আর কিছু হয় না। আর মানুষের ভালবাসার জোড়েই আজ টেলিভিশনে সবচেয়ে বেশিদিন ধরে চলা গেম শো-এটাই। প্রায় ১০০০ এপিসোড শেষ…

rachana banerjee

কলকাতা: ভালবাসা থেকে বড় প্রাপ্তি আর কিছু হয় না। আর মানুষের ভালবাসার জোড়েই আজ টেলিভিশনে সবচেয়ে বেশিদিন ধরে চলা গেম শো-এটাই। প্রায় ১০০০ এপিসোড শেষ করেছে ‘দিদি নম্বর ওয়ান’। তাই নতুন সিজনের শুরু জন্য ভালবাসার দিনটি বেছে নিলেন চ্যানেল। ভ্যালেন্টাইন ডে-দিন শুরু হতে চলেছে ‘দিদি নং ওয়ান: সিজন নাইন’। ইতিমধ্যে হয়ে গিয়ে প্রথম এপিসোডের শ্যুটিং। সাদা শাড়িতে প্রথম দিনের শ্যুটিং সেরেছেন রচনা। তাঁর ফটোশ্যুটের ছবি ভাগ করে নেওয়া হয়েছে চ্যানেলের তরফ থেকে।

Advertisements

২ বছর ধরে বঙ্গ জীবনের অঙ্গ হয়ে উঠেছে জি বাংলার এই রিয়্যালিটি শো। বিকেল পাঁচটা বাজলেই বাড়ির সব বয়সের দিদিরা বসে যান ছোট পর্দার সামনে। পর্দায় সম্প্রচারিত লড়াকু দিদিদের জিতে ফেরার গল্পের সাক্ষী থাকতে। তাতেই বাড়তে চলেছে নতুন রশদ নিত্য নতুন খেলা আর গল্প নিয়ে শুরু হতে চলেছে ‘দিদি নং ওয়ান, সিজন নাইন’। মোদ্দাকথা এই রিয়্যালিটি শো-এর সিজন আট শেষ হচ্ছে। নতুন বছরে নতুন সিজন আনছেন রচনা। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে চেনা সময়েই দেখা যাবে ‘দিদি’কে। রচনার কথায়, ‘তিনি নিজেকেও নতুন ভাবে উপস্থাপিত করবেন। আগের সিজনের মতোই তাঁকে ঘিরে থাকবেন হার না মানা দিদিরা। হয়তো নতুন খেলার সংযোজন হবে সিজন ৯-এ।’

Advertisements
   

২০১০-এ প্রথম জি বাংলা দর্শকদের উপহার দিয়েছিল নতুন ধারার এই রিয়্যালিটি শো। প্রথম দিন থেকেই শো-এর অভিনবত্ব এবং রচনার সঞ্চালনায় জনপ্রিয় ‘দিদি নং ১’।