নতুন স্কুটার কিনবেন? Suzuki Access-এর আসন্ন নয়া ভার্সন তাক লাগাতে পারে!

বাজারে ১২৫ সিসি সেগমেন্টের স্কুটারের চাহিদায় প্রাবল্য নজরে পড়ছে। বেশি ক্ষমতার ইঞ্জিন সহ স্কুটি পছন্দ করছে বর্তমান প্রজন্ম। যা উক্ত সেগমেন্টকে সাজিয়ে তুলতে উদ্বুদ্ধ করছে…

new Suzuki Access 125 is coming

বাজারে ১২৫ সিসি সেগমেন্টের স্কুটারের চাহিদায় প্রাবল্য নজরে পড়ছে। বেশি ক্ষমতার ইঞ্জিন সহ স্কুটি পছন্দ করছে বর্তমান প্রজন্ম। যা উক্ত সেগমেন্টকে সাজিয়ে তুলতে উদ্বুদ্ধ করছে কোম্পানিগুলিকে। এবারে সেই তালিকায় নাম ওঠাল সুজুকি (Suzuki)। তাদের বেস্ট সেলিং স্কুটি Suzuki Access 125  এবারে নতুন ভার্সনে বাজারে আসছে। ইতিমধ্যেই নয়া মডেলটির টেস্টিং শুরু হয়েছে। 

দীর্ঘদিন বাদে এবারে Access 125 ব্যাপক আপডেট পেতে চলেছে বলেই অনুমান। ক্রেতাদের একঘেয়েমি কাটাতেই এটি আনা হচ্ছে বলে ধারণা বিশেষজ্ঞদের। টেস্টিং মডেলটি আপাদমস্তক ক্যামোফ্লেজে মোড়ানো অবস্থায় দেখা পাওয়া সেই ইঙ্গিতই দেয়। এমনকি স্কুটারটির হেডলাইটেও চমকের দেখা মিলতে পারে বলে অনুমান।

   

জানিয়ে রাখি, ভারতের বাজারে বহুদিন ধরে Access 125 বিক্রি হয়ে আসছে। এদেশে মডেলটির প্রতিপক্ষ হিসেবে রয়েছে Honda Activa 125। হোন্ডার এই স্কুটি দেশের বেস্ট-সেলিং মডেল। প্রতিযোগিতা আরও কঠিন করতে এবারে নতুন অবতারে লঞ্চ হতে চলেছে অ্যাক্সেস ১২৫।

KTM 390 Adventure বাজার তুলকালাম করতে চার ভ্যারিয়েন্টে আসছে, বিশেষত্ব কী!

জানা গিয়েছে, নয়া Suzuki Access 125-এর ইঞ্জিনে কোন পরিবর্তন ঘটানো হচ্ছে না। আগের মতোই এটি একটি ১২৫ সিসি, সিঙ্গেল সিলিন্ডার মোটর সহ হাজির হবে। অন্যদিকে এর ফিচারে কিছু পরিবর্তন ঘটানো হতে পারে বলেই অনুমান করা হচ্ছে। ২০২৫ ভারত এক্সপো-এর মঞ্চে মডেলটি আত্মপ্রকাশ করতে পারে।