“কুণাল দা’র” খোঁজ নিলেন দেব, উত্তরে পেলেন শুভেচ্ছাবার্তা

‘টেক্কা’র টিজার (Tekka teaser) লঞ্চে উপস্থিত ছিলেন টলিপাড়ার সুপারস্টার দেব। এই দুর্গাপুজোয় তার নতুন ছবি ‘টেক্কা’ সিনেমাহলের পর্দায় আসতে চলেছে। টিজার লঞ্চের অনুষ্ঠানে হঠাৎ চিৎকার…

dev - kunal

‘টেক্কা’র টিজার (Tekka teaser) লঞ্চে উপস্থিত ছিলেন টলিপাড়ার সুপারস্টার দেব। এই দুর্গাপুজোয় তার নতুন ছবি ‘টেক্কা’ সিনেমাহলের পর্দায় আসতে চলেছে। টিজার লঞ্চের অনুষ্ঠানে হঠাৎ চিৎকার করে বলে উঠলেন ‘ও দুলালদা … কুণালদা ভালো আছেন?’ দেবের এই কাণ্ড দেখে হতবাক সকলে। সাংসদ-অভিনেতা দেব এবং তৃণমূল নেতা কুণাল ঘোষ একই দলের সদস্য হলেও তাদের সম্পর্কটা ঠিক যেন সাপে নেউলের সম্পর্ক, এমনটাই মনে করছেন নেটিজেনরা। আগেও দেখা গেছে, সুযোগ পেলেই একে অপরের পিছনে খোঁচা দিতেও ছাড়েন না। এবারও ঠিক তেমনই হয়েছে ।

দেবের এই প্রশ্নের উত্তর দিয়ে কুণাল ঘোষ তার সমাজ মাধ্যমে দেবের ওই ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন ‘হ্যাঁ ভাই। ভালো আছি। দুলাল জানালো। তুমিও ভালো থেকো।’
এছাড়াও, তিনি আরও একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘দেব, সৃজিত এবং তাদের পুরো টিমকে আগাম শুভেচ্ছা। ‘টেক্কা’ সফল হোক। দর্শক হলে গিয়ে দেখুন। কয়েক ঝলক দেখেই মনে হচ্ছে বাংলা সিনেমায় নতুন স্বাদ ও ঝাঁজ’ ।

   

প্রসঙ্গত, দেবের আসন্ন ছবি ‘টেক্কা’ চলতি বছরের দুর্গা পুজোয় মুক্তি পাবে। ইতিমধ্যেই ছবিমুক্তির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় ছবির ব্যানার এবং পোস্টার লাগানোর কাজও শুরু হয়ে গিয়েছে। কিন্তু কিছু দিন আগে, শহরের বুকে ছবির একটি ব্যানার নিয়ে শুরু হয় বির্তক। যে কুণাল ঘোষ আজ ‘টেক্কা’-র টিমকে শুভেচ্ছা জানাচ্ছেন, তিনিই তার সমাজ মাধ্যমে ‘টেক্কা’ ছবির একটি ব্যানার শেয়ার করে লিখেছিলেন,“যদিও ছবিটির বিষয়বস্তু অপহরণের, তবু, এই RGKar আবহে ট্র্যাজেডিকে কাজে লাগিয়ে সিনেমার প্রমোশনের কৌশল, একটু চোখে লাগছে। ‘উৎসবে ফিরব না’ অথচ ‘সিনেমার পোস্টারে ফিরব’, এটাও দ্বিচারিতা। শ্রীজিতের ছবি আমার প্রিয়। কিন্তু, যতই ছবির থিম হোক, সবাই বুঝবেন, কোন আবেগকে প্রচারে ব্যবহার করা হল।”

এর আগেও দুই নেতার মধ্যে ঝামেলা শুরু হয় ঘাটাল হাসপাতালের ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন নিয়ে। কুণাল ঘোষ টুইট করে লেখেন, ‘ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, ১২ মার্চ, ভার্চুয়ালি। স্থানীয় কর্তাব্যক্তিরাও ছিলেন। এবার ৪/৯ ঐ একই ইউনিটের উদ্বোধন করলেন সাংসদ দেব। উদ্বোধক হিসেবে CMএর নাম পাল্টে MP। সুপারস্টার একেই বলে। এলাকার মানুষ তো অবাক! অভিনন্দন দেব।’

এর পাল্টা জবাবে অভিনেতা সাংসদ দেব লেখেন ‘নমস্কার কুণাল দা, আমি দিদিকে অনুরোধ করেছিলাম ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস এবং সিটি স্ক্যান মেশিনের জন্য, সেটা দিদি মার্চ মাসে ভার্চুয়ালি ঘোষণা করেন। এক সপ্তাহ আগে মেশিনগুলো আসে, হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে আমি এই মেশিনগুলো উদ্বোধন করি, যাতে সাধারণ মানুষ ঘাটাল হাসপাতালের এই ডায়ালিসিস পরিষেবার ব্যাপারে জানতে পারে। আমার মনে হয় এর ফলে কোনো মুখ্যমন্ত্রী, সাংসদ, সুপারস্টার বা মুখপাত্র নয়, সাধারণ মানুষ উপকৃত হবে। ধন্যবাদ তোমাকে, তোমার মাধ্যমে এই পরিষেবার কথা আরও অনেকের কাছে পৌঁছে গেল। শেষে একটাই কথা বলব, আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, তাতে তথ্য যাচাই না করে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য না করাই ভালো।’

এর আগেও ‘প্রজাপতি’ সিনেমায় মিঠুন চক্রবর্তীর অভিনয় নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল কুণাল ঘোষ ও দেবের মধ্যে। দেব সাফ জানিয়েছিলেন, অভিনয়ের বিষয়টা যেন তাঁকেই বুঝতে দেওয়া হয়। তখনও যেমন সৌজন্যের রাজনীতির মাধ্যমে বিষয়টাকে নিপুণভাবে নিয়ন্ত্রণ করেছিলেন দেব, গতকালও ঠিক একই চিত্র ধরা পড়লো সিনেপ্রেমীদের নজরে।