লাগাতার বাড়ছে সবজির দাম, পকেটে টান মধ্যবিত্তের

শাক-সবজির দাম এতটাই বেড়ে গেছে সবজির (Vegetable Price) দাম শুনেই পকেটে আগুন লাগছে মধ্যবিত্তের। বিভিন্ন রকমের শাক-সবজি তো দূর, শুধু আলুর দামই এখন ৩২-৩৫ টাকা…

Vegetable Prices Drop Again on the Second Day of the Week!

শাক-সবজির দাম এতটাই বেড়ে গেছে সবজির (Vegetable Price) দাম শুনেই পকেটে আগুন লাগছে মধ্যবিত্তের। বিভিন্ন রকমের শাক-সবজি তো দূর, শুধু আলুর দামই এখন ৩২-৩৫ টাকা কেজি। চন্দ্রমুখী আলুর দাম ৩৫-৪০ টাকা কেজি। পেঁয়াজের দাম তো এখনই ৭০ টাকা কেজি।

সবজি বিক্রেতারা বলছেন পুজোর পর পেঁয়াজের দাম আরও বাড়বে। তবে আলুর দাম কি কমবে? কারণ যে আলু একসময় ২০ টাকা দিয়ে কিনতো মানুষ, তার দামই এখন প্রায় দ্বিগুণ বেড়ে গেছে। এই তো গেলো আলু, পেঁয়াজের কথা। রসুন কেনার কথা তো বাঙালি ভুলতেই বসেছে। রসুন এখন ৪৫০-৫০০ টাকা কেজি।

   

উচ্ছের দাম এখন ৬০ টাকা কেজি। কেজি প্রতি ভেন্ডির দাম ঘোরাফেরা করছে ৫০-৫৫ টাকার মধ্যে। কাঁকরোলের দামও প্রতি কেজিতে গিয়ে দাঁড়িয়েছে ৬০ টাকা কেজি। বৃষ্টির কারণে কাঁচালঙ্কার দাম আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। শসা ৫০ টাকা কিলো, পটল কেজি প্রতি ৫০ টাকা, ঝিঙে ৪০ টাকা কিলোতে গিয়ে ঠেকেছে।

নিম্নচাপের বৃষ্টি ও বন্যার দুর্যোগের কারণে সবজির দাম কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। বাজারে সবজির দাম বেশি হবার কারণে অসুবিধায় পরতে হচ্ছে অনেককেই। পুজোর আবহে এই মূল্যবৃদ্ধিতে রাশ টানা সম্ভব হবে কিনা, সেই চিন্তাতেই কপালে ভাঁজ পড়ছে সকলের।