উৎসবের আমেজে বাগানের তিন মূর্তি, মন কেড়েছে ফুটবলপ্রেমীদের

কয়েকটা দিনের অপেক্ষা মাত্র। তারপরেই বাঙালির প্রিয় উৎসব। দুর্গোৎসব। যার দিন গুনতে শুরু করে দিয়েছে আপামর বাঙালি। এবার সেই উৎসবের ছোঁয়া লেগেছে ময়দানের বুকে। আসন্ন…

Mohun Bagan Footballers Embrace Bengali Attire

কয়েকটা দিনের অপেক্ষা মাত্র। তারপরেই বাঙালির প্রিয় উৎসব। দুর্গোৎসব। যার দিন গুনতে শুরু করে দিয়েছে আপামর বাঙালি। এবার সেই উৎসবের ছোঁয়া লেগেছে ময়দানের বুকে। আসন্ন দুর্গোৎসবের কথা মাথায় রেখে এবার নতুন সাঁজে ধরা দিলেন মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের তিন তারকা ফুটবলার। শুভাশিস বসু, বিশাল কাইথ এবং অজি তারকা দিমিত্রি পেত্রাতোস। বুধবার রাত থেকেই তাঁদের সেই ছবি ঘুরে বেড়াচ্ছে নেট মাধ্যমে। যা সহজেই নজর কাড়ছে বাংলার ফুটবলপ্রেমীদের।

   

যেখানে মেরুন পাঞ্জাবির পাশাপাশি মাখন রঙের ধুতিতে ধরা দিয়েছেন বাগান অধিনায়ক সহ বাকিরা। পাশাপাশি দলের ফ্লাইং কাইট তথা বিশাল কাইথের হাতে রয়েছে আইএসএল ফুটবল। এবং দিমিত্রি পেত্রাতোসের গলায় দেখা গিয়েছে ক্যামেরা। চলতি মাসের প্রথয় থেকেই শুরু হয়েছে দেশের সর্বোচ্চ ফুটবল উৎসব। ইন্ডিয়ান সুপার লিগ। যেখানে প্রথম থেকেই ব্যাপক ছন্দে রয়েছে জোসে মোলিনার ছেলেরা। প্রথম ম্যাচে নিজেদের ঘরের মাঠে শক্তিশালী মুম্বাই সিটি এফসির বিপক্ষে এগিয়ে থেকে অমীমাংসিত ফলাফলে ম্যাচ শেষ করতে হলেও দ্বিতীয় ম্যাচেই এসেছে সাফল্য।

তাঁরা পরাজিত করেছে শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডকে। এবার সেই ধারা বজায় রেখেই কান্তিরাভার বুকে ফুল ফোঁটাতে চাইবেন জেসন কামিন্সরা। বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ জেতা খুব একটা সহজ না হলেও আত্মবিশ্বাসকে সঙ্গী করেই তিন পয়েন্ট পেতে চাইবেন মোলিনা। এখন সেদিকেই নজর রয়েছে সবুজ-মেরুন সমর্থকদের। বর্তমানে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে গতবারের লিগ শিল্ড জয়ীরা।

অপরদিকে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে জেরার্ড জারাগোজার বেঙ্গালুরু এফসি‌। এবার ঘরের মাঠে এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট নিয়ে জয়ের ধারা অব্যাহত রাখার লড়াই তাঁদের কাছে। পাশাপাশি ডুরান্ড সেমিফাইনাল হারের বদলা ও নিতে চাইবেন জারাগোজা।