পুরভোটের আগে ফের অশান্ত বীরভূম। বিজেপি নেতার বাড়িতে ঢুকে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে বিজেপি নেতার বাড়ি। ঘটনার পর বিজেপির তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
পুরভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে ইতিমধ্যেই তোলপাড়। বিরোধীরা এনিয়ে একহাত নিয়েছে শাসকদলকে।এর পরই বিজেপি নেতার বাড়িতে হামলার ঘটনা ঘটল। বিজেপি নেতা উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রবিবার রাতে হামলা চালানো হয়েছে বলে খবর। তিনি বীরভূম জেলা বিজেপির কোষাধ্যক্ষ। বীরভূমের সাঁইথিয়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডের লাওতোর এলাকার বাসিন্দা তিনি। অভিযোগ, উদয়শঙ্করের বাড়ির জানলা ও দরজা ভেঙে দিয়েছে দুষ্কৃতিরা। তবে উদয়বাবু বা তাঁর পরিবারের কিছু শারীরিক ক্ষতি হয়নি। যখন বাড়িতে হামলা চালানো হয়, তখন বাড়ি ছিলেন না উদয়বাবু। তবে ঘটনার পর আতঙ্কিত উদয়বাবুর পরিবারের সদস্যরা। ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বিজেপির পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। ঘটনায় তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। প্রসঙ্গত, গত শনিবার বীরভূমে পুরভোটে প্রার্থী তালিকা প্রকাশ হয়। তারপর জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জানান, বীরভূমের সব পুরসভাতেই তৃণমূল জয়লাভ করবে।