অধিনায়কের শতরানে অস্ট্রেলিয়ার ‘রেকর্ড’ ভাঙলেন ইংরেজরা

প্রথমবার ইংল্যান্ড দলে অধিনায়কের দায়িত্ব পেয়েই সমালোচনার মধ্যে জড়িয়েছিলেন তিনি। এছাড়াও ব্যাট হাতে নেমে দলের বিপর্যয়ের সময়ও ‘অধিনায়কচিত’ কোনো ইনিংসই বের হয়নি ব্রিটিশ অধিনায়কের ব্যাট…

Brook's Century Ends Australia's Streak, Keeps ODI Series Alive for England

প্রথমবার ইংল্যান্ড দলে অধিনায়কের দায়িত্ব পেয়েই সমালোচনার মধ্যে জড়িয়েছিলেন তিনি। এছাড়াও ব্যাট হাতে নেমে দলের বিপর্যয়ের সময়ও ‘অধিনায়কচিত’ কোনো ইনিংসই বের হয়নি ব্রিটিশ অধিনায়কের ব্যাট থেকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম দুই ম্যাচেই বড় রান করতে ব্যর্থ হয়েছিলেন তিনি। আলিস্টার কুক, জো রুটের পর ইংল্যান্ড ক্রিকেটের ‘ভবিষ্যত’ হিসাবে সমালোচকমহলে জায়গা করা ব্রুক,গতকাল (ENG vs AUS) যেন তাঁকে ঘিরে তৈরী হওয়া সমস্ত সমালোচনার জবাব দিলেন। প্রথম দুই ম্যাচে ৩৯ ও ৪ রান করা ব্রুক গতকাল তৃতীয় ওডিআই ম্যাচে কেরিয়ারের প্রথম শতরান করলেন। অধিনায়কের শতরানের সৌজন্যে এদিন অস্ট্রেলিয়ার টানা ১৪ ম্যাচে জয়ের রেকর্ড ভেঙে দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল।

গতকাল ডারহ্যামের রিভারসাইড গ্রাউন্ডে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার হয়ে ৭৭ রানের একটি চোখধাঁধানো ইনিংস খেলেন উইকেটকিপার আলেক্স ক্যারি। ক্যারিকে যোগ্য সঙ্গত দেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথ (৬০)। তাঁদের জুটির সুবাদেই ৩০০ রানের গন্ডি পেরোন অজিরা। তবে স্মিথ, ক্যারি ছাড়াও এদিন ব্যাট হাতে সফল হয়েছেন ক্যামেরন গ্রিন (৪২) এবং গ্লেন ম্যাক্সওয়েল (৩০)। ম্যাক্সওয়েলের পাশাপাশি এদিন লোয়ার অর্ডারে ব্যাট করতে নেমে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন অজি পেসার অ্যারন হার্ডি। এদিন বল হাতে ২টি উইকেট নিলেও আশা জাগাতে ব্যর্থ হয়েছেন ব্রিটিশ পেসার জোফ্রা আর্চার।

   

এদিন ইংল্যান্ড ব্যাট করার আগেই ডারবানের মাঠে বৃষ্টি শুরু হয়। বৃষ্টিবিঘ্নিত ডিএলএস নিয়মে ব্রিটিশদের টার্গেট দাঁড়ায় ২০৯ রান। তবে ২০৯ রান তাড়া করতে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় ওভারে তুলে নেন দুই ইংলিশ ওপেনার ফিল সল্ট ও বেন ডাকেটকে। ডাকেট ৮ রান করলেও সল্ট কোনো রান করতে পারেননি। আর এরপরই উইল জ্যাকসকে সঙ্গে নিয়ে ‘ব্যাগি গ্রিন’ বাহিনীর ওপর চড়তে শুরু করেন ব্রুক। টানা তৃতীয় ম্যাচ হেরে সিরিজ খোয়ানোর শঙ্কায় পড়ে যাওয়া ইংল্যান্ড ঘুরে দাঁড়ায় জ্যাকস-ব্রুকের ১৫৬ রানের তৃতীয় উইকেট জুটিতে। এদিন ৯৪ বলে নিজের শতরান সম্পন্ন করলেও, ৮৪ রানের মাথায় জ্যাকসের উইকেটটি তুলে নেন ক্যামেরুন গ্রিন। জ্যাকস ফেরার ৩০ রান পর বিদায় নেন ইংলিশ উইকেটকিপার জেমি স্মিথও (৭)। এরপর লিয়াম লিভিংস্টোনকে নিয়ে ৩৫ বলে ৫৭ রান যোগ করেন ব্রুক। এরপরই আবার বৃষ্টি এসে খেলা থামিয়ে দেয়। খেলা আর শুরু করা সম্ভব না হওয়ায় ডিএলএস নিয়মে ৬৪ রানে জিতে যান ব্রিটিশরা।

দেশের মাঠে ‘অজি’ ঝড় থামাতে আজ আর্চারেই আস্থা রাখছেন ব্রিটিশ অধিনায়ক

প্রসঙ্গত উল্লেখ্য যে , গতকাল ডারবানে সেঞ্চুরি করার পাশাপাশি একগুচ্ছ রেকর্ড ভেঙেছেন ইংল্যান্ডের তরুণ অধিনায়ক। এদিন একদিনের ক্রিকেটে ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে সেঞ্চুরি করার রেকর্ড করেন তিনি। এতদিন এই রেকর্ড ছিল অধিনায়ক অ্যালিস্টার কুকের দখলে। কুক ২৬ বছর ১৯০ দিন বয়সে এই রেকর্ড গড়েছিলেন। এদিন ২৫ বছর ২১৫ দিন বয়সী ব্রুক এই রেকর্ডের নতুন অধিকারী হলেন। তবে এদিন চেস্টার-লি-স্ট্রিটে জয়ের পর অস্ট্রেলিয়ার টানা ১৫ ম্যাচ জয়ের রেকর্ড ভেঙে দিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে (ENG vs AUS) উত্তেজনা বাঁচিয়ে রাখল ইংল্যান্ড।