ফের ধাক্কা, এবার সুরুচি সংঘের কাছে পরাজিত হল সাদা-কালো ব্রিগেড

কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League) ফের পরাজিত হল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার বিকেলে বারাকপুর স্টেডিয়ামে সুপার সিক্সের ম্যাচ…

কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League) ফের পরাজিত হল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার বিকেলে বারাকপুর স্টেডিয়ামে সুপার সিক্সের ম্যাচ খেলতে নেমেছিল ময়দানের এই তৃতীয় প্রধান। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল নিউ আলিপুর সুরুচি সংঘ। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে এই দলের কাছেই পরাজিত হতে হল হাকিম সেগেন্ডোর ছেলেদের। এদিন সুরুচি সংঘের হয়ে গোল করেন যথাক্রমে আবু সুফিয়ান এসকে এবং সঞ্জয় ওঁরাও।

Advertisements

জিতলেও মিলছে না স্বস্তি! ‘গোল’ বিতর্কে বাগানকে ফের তোপ বেনালির

   

অন্যদিকে মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে গোল করেন লালনগাইহসাকা। উল্লেখ্য, গত ম্যাচে ইমামি ইস্টবেঙ্গলকে আটকে দেওয়ার পর দলকে নিয়ে আসার আলো দেখতে শুরু করেছিলেন সাদা-কালো সমর্থকরা। কিন্তু পরের ম্যাচেই ফের হারের মুখ দেখতে হল গতবারের খেতাব জয়ীদের। যারফলে প্রিমিয়ার ডিভিশন লিগের পয়েন্ট টেবিলের তলানিতে নেমে আসলো ব্ল্যাক প্যান্থার্সরা। তবে এদিন শুরু থেকেই যথেষ্ট আক্রমণাত্মক মেজাজে দেখা গিয়েছিল সাদা-কালো শিবিরকে।

বিশালে ‘হতাশ’ মার্কুয়েজ! জাতীয় দলে তবে কি দরজা বন্ধ বাগান তারকার?

Advertisements

সময় এগোনোর সাথে সাথে প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ বাড়াতে শুরু করেছিলেন দিপু হালদাররা। তারপর প্রথমার্ধের ৩৯ মিনিটের মাথায় সাকার দৌলতে গোল তুলে নেয় দল। প্রথমার্ধের শেষে সেই এক গোলের ব্যবধানেই এগিয়ে ছিল রেড রোডের এই ক্লাব। কিন্তু দ্বিতীয়ার্ধ শুরু হতেই ক্রমশ তেজ বাড়াতে শুরু করে সুরুচি দল। তবে প্রতিপক্ষ গোলরক্ষকের দক্ষতায় তাঁদের আটকে যেতে হচ্ছিল বারংবার। কিন্তু সেটা বেশি সময় বজায় থাকেনি। ৭৫ মিনিটের মাথায় মহামেডান রক্ষণে হানা দিয়ে গোল তুলে আনেন সুফিয়ান।

যারফলে সমতায় ফেরে সুরুচি। তাঁর ঠিক মিনিট দশেক পরে অর্থাৎ ম্যাচের একেবারে শেষ লগ্নে দলের জয় সূচক গোলটি করে যান সঞ্জয়। তারপর আর ম্যাচে ফেরার সুযোগ পায়নি মহামেডান।