আইসল্যান্ডে বিলুপ্ত শ্বেত ভাল্লুককে গুলি করে মারল পুলিশ

যতদিন যাচ্ছে, প্রায় সারা বিশ্বের প্রতিটি কোণেই উল্লেখযোগ্য ভাবে জলবায়ুর পরিবর্তন চোখে পড়ছে। আর যার জন্য উষ্ণায়নের প্রভাবে বরফ গলতে শুরু করেছে উত্তর-পশ্চিম আইসল্যান্ডে। এবার…

যতদিন যাচ্ছে, প্রায় সারা বিশ্বের প্রতিটি কোণেই উল্লেখযোগ্য ভাবে জলবায়ুর পরিবর্তন চোখে পড়ছে। আর যার জন্য উষ্ণায়নের প্রভাবে বরফ গলতে শুরু করেছে উত্তর-পশ্চিম আইসল্যান্ডে। এবার সেখানেই বিলুপ্তির পথে যে পোলার বিয়ার (Iceland shoots polar bears) তাকে গুলি করে মারল পুলিশ। ঠিক কী ঘটেছে? জানা যাচ্ছে, উত্তর-পশ্চিম আইসল্যান্ডে বৃহস্পতিবার হঠাৎই সর্বসমক্ষে এসেছিল একটি ধবধবে সাদা ভাল্লুক (পোলার বিয়ার)।

Advertisements

উষ্ণায়নের প্রভাবে এখানে বরফ গলে যাওয়ার জন্য বর্তমানে খাদ্য সংকটের মধ্যে রয়েছে মেরু ভাল্লুক বা পোলার বিয়াররা। আর সেই খাবারের খোঁজেই সেই এলাকায় চলে এসেছিল একটি সাদা ভাল্লুক। সংবাদ সংস্থা এপি (AP)-র রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার সেই আইসল্যান্ডে সাদা ভাল্লুককে দেখার পর ভয়ে এলাকা ছেড়ে বেরিয়ে যান অনেক স্থানীয়রাই। কিন্তু সেইসময় সামার হাউসে ছিলেন এক বয়স্ক ভদ্রমহিলা।

   

আর সেদিন খাবারের খোঁজে তাঁরই ঘরে ঢুকে পড়ে সেই ভাল্লুকটি। ওই বৃদ্ধা হঠাৎই দেখতে পান আবর্জনা ফেলার জায়গায় পোলার বিয়ারটি ঘোরাফেরা করছে। সেই পরিস্থিতিতে ওই বৃদ্ধা কী করবেন তা বুঝতে না পেরে ভয়ে ওপরে গিয়ে নিজেকে তালাবন্ধ করে লুকিয়ে পড়েন। আর সেখান থেকেই তিনি যোগাযোগ করেন তাঁর মেয়ের সঙ্গে। তারপর সেই মেয়ে পুলিশে খবর দিলে তাঁর ফোন পেয়ে কড়া পদক্ষেপ নেয় পুলিশ।

এরপরেই পুলিশ ওই সাদা ভাল্লুককে গুলিবিদ্ধ করে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃদ্ধা অসুস্থ হয়ে পড়ায় ও এলাকায় চরম আতঙ্ক তৈরি হওয়ায় বাধ্য হয়ে কার্যত চাপে পড়ে তাঁরা ওই প্রাণীটিকে মেরে ফেলেছে। পুলিশের পক্ষ থেকে এও জানানো হয়েছে, সে দেশে পোলার বিয়ার সংরক্ষণ করা হয়। কিন্তু কোনও মানুষ যদি বিপদে পড়ে তাহলে সেক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে এরকম পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে।

Advertisements

জানা যাচ্ছে, পুলিশের গুলিবিদ্ধ ভাল্লুকটির ওজন আনুমানিক ১৫০-২০০ কেজি। ভাল্লুকের দেহ পরীক্ষার জন্য ইনস্টিটিউট অফ ন্যাচারাল হিস্ট্রি ফর ফারদার স্টাডি-তে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, উনিশের দশক থেকে এখনও পর্যন্ত ওই এলাকায় সব মিলিয়ে মোট ৬০০টি পোলার বিয়ার দেখতে পাওয়া গেছে। এই আইসল্যান্ডে ২০১৬ সালে শেষবার পোলার বিয়ার দেখা গেছিল।

এরপর প্রায় ৮ বছর বাদে এদিন দেখা মিলেছিল পোলার বিয়ার বা সাদা ভাল্লুকের। কিন্তু আতঙ্ক ও ভয়ের আবহে সেই ভাল্লুককে গুলিবিদ্ধ করে পুলিশ।