বদলা নয়,আজ জিততে চান মলিনা! পাল্টা হুঁশিয়ারি নর্থ-ইস্ট কোচের

গত মরশুমে ফাইনালে একটুর জন্য ট্রফি হাতছাড়া করে রানার্স হয়েছিল মোহনবাগান সুপারজায়েন্টস। তবে ২০২৩-২৪ মরশুমের ম্যাচে দুর্দান্ত ফল করলেও এবারের মরশুমের শুরুটা খুব একটা ভালো…

গত মরশুমে ফাইনালে একটুর জন্য ট্রফি হাতছাড়া করে রানার্স হয়েছিল মোহনবাগান সুপারজায়েন্টস। তবে ২০২৩-২৪ মরশুমের ম্যাচে দুর্দান্ত ফল করলেও এবারের মরশুমের শুরুটা খুব একটা ভালো হয়নি জোসে মলিনা এন্ড কোম্পানির। ঘরের মাঠে বেশ কিছুদিন আগে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে দুই গোলে এগিয়ে থেকেও ড্র করে সবুজ- মেরুন শিবির। এই ম্যাচ খেলার পর আবার আজ যুব ভারতীতে(ISL 2024) নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে নামছে তাঁরা। তাই আজ ঘরের মাঠে ড্র নয়, জয়কেই মূল লক্ষ্য করতে চাইছেন বাগান কোচ জোসে মলিনা। এছাড়াও ‘প্রতিশোধ ভুলে ম্যাচে ভালো পারফরম্যান্স করাটাই যে দলের মূল লক্ষ্য ; সে কথাও এদিন নিশ্চিত করেন বাগান কোচ। প্রসঙ্গত এবছর ডুরান্ডের ফাইনালে নর্থইস্ট ইউনাইটেডের কাছেই পরাজিত হয় মোহনবাগান সুপারজায়েন্টস।

এ বারের আইএসএলের প্রথম ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের কাছে পৌঁছেও পয়েন্ট হাতছাড়া হয়েছে মোহনবাগানের। শেষ মুহূর্তে গোল খেতে হয়েছে। এছাড়াও রক্ষণ বিভাগ প্রথম ম্যাচে যথেষ্ট ভুগিয়েছে শুভাশিষ বসুর দলকে। এছাড়াও ডুরান্ডের ফাইনালেও দেখা গিয়েছিল, এগিয়ে যাওয়ার পরে হেরেছিল বাগান। তাই এই মুহূর্তে নর্থ ইস্ট ম্যাচ জিততে রক্ষণ বিভাগের ফাঁক-ফোকর ভরাট করতে বিশেষভাবে উদ্যোগী জোসে মলিনা। গতকাল সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “নর্থইস্টের বিরুদ্ধে আমরা যথাসাধ্য ভাল খেলার চেষ্টা করব। আগে কী হয়েছে, তা নিয়ে এখন ভাবছি না। প্রথমার্ধ, দ্বিতীয়ার্ধ নিয়ে আলাদা করেও ভাবছি না। যে জায়গায় নিজেরা ভুল করেছি , সেই জায়গাগুলোকে নিয়ে দলের সবাই বিশেষভাবে আলোচনা করেছি। কাল আমাদের পুরো ৯০ মিনিট যথাসম্ভব ভাল খেলতে হবে। সব থেকে বড় কথা হলো গোল খেলে চলবে না।”

   

Mohun Bagan SG: দিমির থেকে পিছিয়ে জেমি! মূল্য ১৩ কোটি

তবে মলিনা ‘শান্তির’ বার্তা নিয়ে এলেও,ম্যাচে নামার বাগান সমর্থকদের কিছুটা ‘উসকে’ দেওয়ার চেষ্টা করেন নর্থইস্ট কোচ বেনালি। আজ এক এক সাংবাদিক সম্মেলনে মোহনবাগানের প্রশংসা করলেও তির্যকভাবে বিদ্রুপ করতে শোনা যায় তাঁকে, ” মোহনবাগান ভালো টিম। তবে ডুরান্ডের ফাইনালে কি হয়েছিল সেটা নিশ্চয়ই মনে আছে কলকাতা সমর্থকদের। আমরা এই মুহূর্তে যে কোন দলকে হারানোর জন্য তৈরী”

প্রসঙ্গত উল্লেখ্য যে গত বার ডুরান্ড কাপ ও আইএসএল লিগ শিল্ড জিতেছিল মোহনবাগান। এবারে ডুরান্ডে ফাইনালে উঠলেও কাপ জয়ের স্বাদ অপূর্ণই থেকে গেছে বাগান সমর্থকদের কাছে। এছাড়াও আইএসএলের (ISL 2024) শুরুটাও ভাল করতে পারেনি জোসে মলিনার দল। প্রথম ম্যাচে ড্র করার পর বর্তমানে লীগ টেবিলে সাত নম্বরে পৌঁছে গেছে সবুজ- মেরুন শিবির। দ্বিতীয় ম্যাচেই জয়ে ফিরতে চাইছেন মলিনা। সেই নিয়েই ভাবছেন তিনি। বদলার কথা এখন মাথায় নেই বাগান কোচের।

আজ সন্ধ্যা সাড়ে ৭টা থেকে মোহনবাগান বনাম নর্থইস্ট ইউনাইটেড ম্যাচ শুরু। টেলিভিশনে খেলা দেখা যাবে স্পোর্টস-১৮ চ্যানেলে। ডিজিটাল মাধ্যমে দেখা যাবে জিয়ো সিনেমা অ্যাপে।