কাজে এল না পেরি-হিলির লড়াই, ম্যাচ জিততে ‘ম্যাকগ্রা’র বোলিংয়েই আস্থা রাখছেন অধিনায়ক

গ্লেন ম্যাকগ্রা নন। তবে বর্তমানে অস্ট্রেলিয়ার মহিলা টিম বনাম নিউজিল্যান্ড মহিলা টিমের ম্যাচে (AUS-W vs NZ-W) জিততে তাহিলা ম্যাকগ্রার উপরেই ভরসা রাখছেন অজি ক্রিকেট সমর্থকরা।…

Australia Women Face Tough Challenge in AUS-W vs NZ-W Decider Match

গ্লেন ম্যাকগ্রা নন। তবে বর্তমানে অস্ট্রেলিয়ার মহিলা টিম বনাম নিউজিল্যান্ড মহিলা টিমের ম্যাচে (AUS-W vs NZ-W) জিততে তাহিলা ম্যাকগ্রার উপরেই ভরসা রাখছেন অজি ক্রিকেট সমর্থকরা। এই মুহূর্তে অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি খেলতে নেমে মাত্র ১৪২ রানে অলআউট হয়ে গিয়েছে অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল। যদিও তিন ম্যাচের সিরিজে প্রথমটি জিতে এগিয়ে আছে ব্যাগি গ্রিনের দেশ। তবে দেশের মাটিতে দ্বিতীয় ম্যাচটি জিতে গোটা সিরিজটিই পকেটে পুরে ফেলতে চান অ্যালিসা হিলির দল।

এদিন অস্ট্রেলিয়ার হারূপ পার্কে খেলতে নেমে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক অ্যালিসা হিলি। তবে অস্ট্রেলিয়ার অন্যান্য পিচের মতো এখানে বাউন্স কম। আর বল হাতে এই সুযোগেরই ফায়দা ওঠান সোফিয়া ডিভাইনের দল। এবছর ডাব্লুপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করার পর বল হাতে আজ ভেলকি দেখান নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের। এদিন চার ওভার হাত ঘুরিয়ে মাত্র ২০ রান দিয়ে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট আদায় করেন তিনি। কেরের পাশাপাশি বল হাতে সফল কিউয়ি স্পিনার ব্রুক হ্যালিডেও। এদিন তিনিও দুটি উইকেট পান। একটি করে উইকেট নিয়েছেন লি টাউ এবং এডেন কারসন।

   

Keya Das: মাত্র ১১ বছরেই সোনার মেডেল! চিনে রাখুন বিশ্বজয়ী বাংলার ক্ষুদে তারকাকে

আজ বিকেলে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালই করেছিলেন অ্যালিসা হিলি- বেথ মুনি জুটি। কিন্তু মাত্র সাত বল খেলেই তাড়াহুড়ো করতে গিয়ে ক্লিন বোল্ড হন মুনি (১০)। মুনি ফিরলেও তারকা অলরাউন্ডার অ্যালিস পেরিকে নিয়ে ম্যাচের রাশ ধরে নেন হিলি। তবে একটু ভুল বোঝাবুঝিতে সেট হয়ে যাওয়া সত্বেও রান আউট হয়ে ড্রেসিংরুমে ফিরতে হয় পেরিকে (৩৪)। আইপিলে বেঙ্গালুরুর হয়ে দলকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন পেরি। এদিন তিনি রান আউট হয়ে ফিরতেই তাসের ঘরের মতো ধসে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং বিভাগ। লিচফিল্ড (৮), ওয়ারহামদের (৯) মতো তারকাও এদিন ব্যর্থ।শেষের দিকে গার্ডনার (১৮) কে নিয়ে হিলি শেষ চেষ্টা করলেও ব্ল্যাকক্যাপ স্পিনারদের প্রতিরোধ ঠেকাতে পারেননি।

ব্যাট হাতে দেশের মাটিতে ব্যর্থ হলেও সিরিজ জিততে লেডি ম্যাকগ্রার ওপরেই আস্থা রাখছেন অজি মহিলা দলের অধিনায়ক অ্যালিসা হিলি। এর আগেও বহু গুরুত্বপূর্ণ ম্যাচে, সঠিক সময়ে তাহিলা ম্যাকগ্রা- অ্যালিস পেরি জুটিকে আক্রমনে এনে হারতে থাকা ম্যাচের রং পালটে দিয়েছেন স্টার্ক পত্নী। এবার দেশের মাটিতে আজ (AUS-W vs NZ-W) তিনি কতটা কাজে লাগাতে পারেন ম্যাকগ্রা- পেরি জুটিকে সেটাই এখন দেখার।