iPhone 16 কি আদৌ এদেশে তৈরি হয়? সত্য়িটা জানলে তাজ্জব হবেন

গতকাল অর্থাৎ ২০ সেপ্টেম্বর থেকে ভারত সহ গোটা বিশ্বে আইফোন 16 (iPhone 16) সিরিজের বিক্রি শুরু হয়েছে। দিল্লির সাকেত ও মুম্বাইয়ের বিকেসি-তে অ্য়াপেলের অফিসিয়াল স্টোরের…

iphone-16-series

গতকাল অর্থাৎ ২০ সেপ্টেম্বর থেকে ভারত সহ গোটা বিশ্বে আইফোন 16 (iPhone 16) সিরিজের বিক্রি শুরু হয়েছে। দিল্লির সাকেত ও মুম্বাইয়ের বিকেসি-তে অ্য়াপেলের অফিসিয়াল স্টোরের বাইরে কয়েকশো ক্রেতার লাইন সকলের নজর কাড়েছে। চারটি ভ্যারিয়েন্টে অফার করা হয়েছে এটি। এগুলি হল – iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max। এখন প্রশ্ন এই নতুন আইফোন কি আদৌ ভারতে তৈরি হচ্ছে?

জানিয়ে রাখি, অ্য়াপেল (Apple) গত ৯ সেপ্টেম্বর গ্লোবালি আইফোন 16 (iPhone 16) সিরিজ লঞ্চ করেছে। রেল ও তথ্য় প্রযুক্তি মন্ত্রী লঞ্চের পরের দিন এক্স-এ একটি পোস্ট করে জানিয়েছিলেন, অ্য়াপেলের নতুন আইফোন ভারতে তৈরি হবে। আবার এদেশ থেকেই সেগুলি বিদেশে রপ্তানি করা হবে। পোস্টে তিনি লিখেছিলেন, নরেন্দ্র মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’র উদ্যোগে বর্তমানে বিশ্বের বিভিন্ন আইকনিক পণ্যের উৎপাদন এখন ভারতেই হচ্ছে। চলুন এর আসল রহস্য জেনে নেওয়া যাক।

   

iPhone 16 কি সত্যিই ভারতে তৈরি হয়?

ভারতে আইফোন ১৬ সিরিজের বিক্রি ইতিমধ্য়েই শুরু হয়েছে। এখন বিষয় হচ্ছে, আইফোন ১৬-এর বাক্সে পরিষ্কার লেখা রয়েছে এর ডিজাইন ক্যালিফোর্নিয়া’তে হয়েছে এবং অ্যাসেম্বল হচ্ছে এদেশে। তাই আইফোন ১৬-কে মেড ইন ইন্ডিয়া বলা যায়।

iPhone 16-এর প্রো মডেলগুলিও কি ভারতে তৈরি হচ্ছে?

iPhone 16 Pro Max-এর বাক্সে লেখা আছে এটি মেড ইন ইন্ডিয়া নয়। যাইহোক, অ্যাপল ভারতে প্রো মডেলটি অ্যাসেম্বল করে না। আইফোন ১৬ প্রো ম্যাক্স বক্সে উল্লেখ রয়েছে এটি চিনে অ্যাসেম্বল হচ্ছে। এক্ষেত্রে ভারতে বিক্রি হওয়া আইফোন ১৬ প্রো ম্যাক্স মেড ইন চায়না। জানিয়ে রাখি, iPhone 16 Pro-ও চিনে তৈরি হচ্ছে, তবে iPhone 16 Plus ভারতে নির্মিত হচ্ছে, অর্থাৎ Apple iPhone 16 সিরিজের দুটি মডেল, iPhone 16 এবং iPhone 16 Plus ভারতে তৈরি করা হয়।