পুরনো ক্লাবে ফিরলেন জর্ডান এলসে

চোট কাটিয়ে মাঠে ফিরতে চলেছেন জর্ডান এলসে (Jordan Elsey)। ফিরছেন অস্ট্রেলিয়ায় নিজের পুরনো ক্লাবে। অ্যাডিলেড ইউনাইটেডে যোগ দিলেন জর্ডান।     ২০২৩-২৪ মরশুমে সই করেছিলেন ইস্টবেঙ্গলে।…

Jordan Elsey

চোট কাটিয়ে মাঠে ফিরতে চলেছেন জর্ডান এলসে (Jordan Elsey)। ফিরছেন অস্ট্রেলিয়ায় নিজের পুরনো ক্লাবে। অ্যাডিলেড ইউনাইটেডে যোগ দিলেন জর্ডান।

   

২০২৩-২৪ মরশুমে সই করেছিলেন ইস্টবেঙ্গলে। লাল হলুদ জার্সি পরে নেমেওছিলেন মাঠে। অল্প সময়ের মধ্যে নিজের প্রতিভার পরিচয় দিয়েছিলেন এলসে। ডিফেন্স লাইনে দলকে ভরসা যোগাতে শুরু করেছিলেন তিনি। এমন সময়ে চোট। এসিএল ইনজুরি। গোটা মরশুম থেকেই ছিটকে গিয়েছিলেন।
গত মরশুমে আর মাঠে নামতে পারেননি জর্ডান এলসে। চলতি মরশুমে ইস্টবেঙ্গল এফসি তাঁর ওপর আস্থা রাখবে কি না সে ব্যাপারে শুরু হয়েছিল জল্পনা। জল্পনা অবশ্য বেশি দিন স্থায়ী হয়নি। চূড়ান্ত না হলেও তিনি যে অন্য কোনও ক্লাবে যোগ দেবেন সেটা এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল।

প্রতাবর্তনের জন্য নিজের কেরিয়ারের পুরনো ক্লাবকে বেছে নিয়েছেন জর্ডান এলসে। এক বছরের চুক্তিতে সই অ্যাডিলেড ইউনাইটেডে সই করেছেন। জর্ডান সংবাদ মাধ্যমে বলেছেন, ‘ফুটবলার হিসেবে এসিএল ইনজুরি থেকে সেরে উঠে মাঠে ফেরা সহজ কাজ নয়। আমাকেও প্রচুর পরিশ্রম করতে হয়েছে। তবে পুরনো ক্লাবে আবার ফিরতে পেরে খুব ভাল লাগছে।’

রেডসের হয়ে শনিবার মাঠে নামতে পারেন তিনি। ওই দিনই অ্যাডিলেড ইউনাইটেডের মরণ বাঁচন ম্যাচ। মেলবর্ন ভিকট্রির বিরুদ্ধে অস্ট্রেলিয়া সুপার কাপ টুর্নামেন্টের সেমিফাইনালে নামবে অ্যাডিলেড ইউনাইটেড। সেমিফাইনালে অংশ নিতে পারেন জর্ডান এলসে।