বহু পুরনো বই “দারজিলিং”-এ প্রভাত চন্দ্র দোবে শীতের যে কথা লিখেদিয়েছেন তাতেও এমন তুষারপাতের কথা নেই। মহিষাদল রাজবাড়ির সংগে সংযুক্ত এই বিদগ্ধ ব্যক্তির বর্ণনায় শৈলশহরের আপাদমস্তক বিবরণ একটি অমূল্য সম্পদ। তবে এই পাহাড়ি জনপদের তুষারপাত নিয়ে কিংবদন্তি ভ্রমণ সাহিত্যিক প্রবোধকুমার সান্যাল বিস্তর বিবরণ ও ছবি দিয়েছেন ‘দেবতাত্মা হিমালয়’ বইতে। সবই এখন পুরনো নথি। আর এইসব নথিভুক্ত নজিরগুলি ভেঙে গত চব্বিশ ঘণ্টায় নজিরবিহীন তুষারপাত হয়ে চলেছে দার্জিলিংয়ে (Darjeeling)।
আবহাওয়া বিভাগের পূর্বাভাস মিলিয়ে কাঞ্চনজঙ্ঘার তুষার উপহারে কুঁকড়ি মুকড়ি হয়ে গেছে দার্জিলিং, ঘুম, সোনাদা, টুং। ভারি তুষারপাতের প্রবল সম্ভাবনা কার্সিয়াংয়ে। অপর পাহাড়ি জেলা কালিম্পংয়ের কিছু অংশে তুষারপাত হয়েছে। আবহাওয়া বিভাগের ধারণা, গত ১৫ বছর তো বটেই আরও পুরনো তুষারপাতের নজির ভাঙবে এবারের পরিস্থিতি।
![Darjeeling](https://kolkata24x7.in/wp-content/uploads/2022/02/IMG-20220205-WA0020-300x225.jpg)
উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমালয় পাদদেশে বরাবর তরাই ডুয়ার্সের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে প্রবল শীত। আরও নিচে দুই দিনাজপুর, মালদহে বৃষ্টির জেরে চাষীদের চিন্তা আরও বাড়ল। ফসল ও সবজি নষ্ট হচ্ছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমেছে। জেলাগুলিতে শনিবার সকাল থেকে এলোমেলো হিম হাওয়া বইছে।
আবহাওয়া বিভাগের হিসেবে গত এবং চলতি বছরের শীত মরশুম বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, আবহাওয়া পরিবর্তনের সূত্রগুলি ফলছে। উত্তরপূর্বের মণিপুর, নাগাল্যান্ডে তুষারপাত এর উদাহরণ। আর প্রতিবারের মতো এবারেও সিকিম ও অরুণাচল প্রদেশে তুষারপাত হয়েছে। বহু এলাকা বিচ্ছিন্ন।