জঙ্গি দমনে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। জানা গিয়েছে, কাশ্মীরের শ্রীনগরের জাকুরা এলাকায় সিআরপিএফ ও জম্মু-কাশ্মীরের পুলিশের যৌথ অভিযানে লস্কর-ই-তৈবা ও টিআরএফ-এর দুজন জঙ্গিকে নিকেশ করা হয়েছে।
নিরাপত্তা বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে যে, বাহিনী যখন ওই এলাকায় তল্লাশি চালাচ্ছিল, তখন লুকিয়ে থাকা সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পাল্টা জবাব দেয় যৌথ বাহিনীও। কাশ্মিরের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বিজয় কুমার বলেন, আল্ট্রারা এলইটি-র ছায়াপ্রতিরোধ ফ্রন্টের (টিআরএফ) সদস্য।
এছাড়া মৃত জঙ্গিদের কাছ থেকে দুটি পিস্তল সহ বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়েছে। সম্প্রতি অনন্তনাগের হাসানপোরায় জম্মু ও কাশ্মীর পুলিশের হেড কনস্টেবল আলি মহম্মদকে হত্যার ঘটনায় জড়িত ছিল এক সন্ত্রাসবাদী ইখলাক হাজাম। সেও এই এনকাউন্টারে খতম হয়েছে বলে সূত্র মারফত খবর।