কর্মবিরতিতে অনড় ডাক্তারেরা , এবার কী দাবি রয়েছে জুনিয়ার চিকিৎসকেদের ?

তিলোত্তমার বিচার চেয়ে প্রায় একমাস পথেই কাটাচ্ছেন জুনিয়ার চিকিৎসকেরা (Junior Doctors)৷ তবে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরও এখন তাঁদের সমস্ত দাবি মানা হয়নি বলে…

তিলোত্তমার বিচার চেয়ে প্রায় একমাস পথেই কাটাচ্ছেন জুনিয়ার চিকিৎসকেরা (Junior Doctors)৷ তবে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরও এখন তাঁদের সমস্ত দাবি মানা হয়নি বলে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়ার ডাক্তারেরা৷

স্বাস্থ্য অধিকর্তা,স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ও পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে অপসারণ করানো হয়েছে৷ যদিও গতকাল জুনিয়র চিকিৎসকদের তিনটি দাবি মেনে নেওয়া হলেও এখনও বাকী দুই৷ তবে কী এবার কর্মবিরতি তুলে নেবেন জুনিয়র চিকিৎসকেরা? কিন্তু মঙ্গলবার রাতেই হবু চিকিৎসকেরা একটি জিবি মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে জানান, এখনই কর্মবিরতি তুলবেন না তাঁরা। পাঁচ দফা দাবির চতুর্থ-পঞ্চম দফা এখনও পূরণ হয়নি।

   

সেই নিয়ে প্রশাসনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান তাঁরা। ইতিমধ্যেই ফের যাতে বৈঠক হয় সেই কারণে ফের ইমেল করবেন জুনিয়র চিকিৎসকরা। এই বৈঠকের আলোচনার উপরেই নির্ভর করছে তাঁরা আন্দোলন তুলবেন নাকী এইভাবেই পথে থাকবেন৷ এই বিষয় নিয়ে গতকাল রাতে একটি সাংবাদিক বৈঠকে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকে জানিয়েছেন, চতুর্থ এবং পঞ্চম দাবি ছিল অর্থাৎ প্রিন্সিপ্যাল সেক্রেটারির বিষয়টি সেটা মানতে হবে। যদিও এই বিষয়টি সুপ্রিম কোর্টও মান্যতা দিয়েছে৷