মোহনবাগানের ৪, রাভশনের ৭

এসিএল ২ (ACL 2)-এর ম্যাচে নামতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে প্রতিপক্ষ তাজিকিস্তানের রাভশন কুলোব (Mohun Bagan vs Ravshan)। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু…

এসিএল ২ (ACL 2)-এর ম্যাচে নামতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে প্রতিপক্ষ তাজিকিস্তানের রাভশন কুলোব (Mohun Bagan vs Ravshan)। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে ম্যাচে। আগের দিন সাংবাদিক সম্মেলনে প্রতিপক্ষকে সমীহ করলেন বাগান কোচ হোসে মলিনা।

   

রাভশন ম্যাচের আগে চিন্তা বাড়ালেন রদ্রিগেজ

এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে বিদেশিদের মাঠে নামানোর ক্ষেত্রে কোনও বাঁধাধরা নিয়ম নেই। কোনও দোল চাইলে এগরোজন বিদেশি ফুটবলার নিয়েও মাঠে নামতে পারে। বিদেশি ফুটবলারদের সংখ্যার বিচারে মোহনবাগানের থেকে এগিয়ে রয়েছে রাভশন কুলোব। মলিনার হাতে রয়েছেন চারজন বিদেশি। প্রতিপক্ষের দলে বিদেশি ফুটবলারের সংখ্যা ৭। রাভশন কুলোবের প্রত্যেক বিদেশি মাঠে নামার জন্য তৈরি।

এসিএল ২-এর ম্যাচেও আগেও চোট আঘাত সমস্যায় জর্জরিত মোহনবাগান সুপার জায়ান্ট। জেমি ম্যাকলারেন খেলবেন কি না জানা নেই। আলবার্তো রড্রিগেজকে নিয়ে ধোঁয়াশা। জেসন কামিন্স গোলের মধ্যে থাকলেও তাঁর খেলায় সেই ঝাঁঝ নেই। দিমি পেত্ৰাতস, গ্রেগ স্টুয়ার্ট এখনও পুরো ছন্দে ফেরেননি। এই পরিস্থিতিতে রাভশনের বিরুদ্ধে মাঠে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। রাভশনের স্কোয়াডে রয়েছেন তিন দীর্ঘদেহী ডিফেন্ডার।

ম্যাচের আগে হোসে মলিনা বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স লিগে যারা প্রতিপক্ষ তাদের ফুটবলের মান আমাদের থেকে অনেক উন্নত।’ বস্তুত মোহনবাগান কোচ নিজের মুখেই বলে দিয়েছেন তাঁর নিজের দলের তুলনায় এগিয়ে রয়েছে প্রতিপক্ষ টিম।

৫ গোল দিয়ে খেতাব জয়ের আরও কাছে ইস্টবেঙ্গল

এই ম্যাচে সম্ভাব্য পরিকল্পনা প্রসঙ্গে মলিনা জানিয়েছেন, ‘আক্রমণাত্মক খেলার পাশাপাশি গোল কম খাওয়ার চেষ্টা করব। প্রতিপক্ষকে দেখে নিজেদের খেলার ধরন ঠিক করতে হয়।’ তিনি এ-ও জানিয়েছেন, আপাতত ফোকাসে শুধু এসিএল ২-এর ম্যাচ। তারপর ভাববেন ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচ নিয়ে।