হাওড়া ডিভিশনে টানা দুদিন বাতিল থাকবে ট্রেন, দেখুন তালিকা

হাওড়া ডিভিশনের যাত্রীদের জন্য রইল বড় খবর। এবার আগামী দুদিন বাতিল থাকবে ট্রেন (Train Cancelled)। এই মর্মে ইতিমধ্যে দক্ষিণ-পূর্ব রেলের তরফে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি…

হাওড়া ডিভিশনে টানা দুদিন বাতিল থাকবে ট্রেন, দেখুন তালিকা

হাওড়া ডিভিশনের যাত্রীদের জন্য রইল বড় খবর। এবার আগামী দুদিন বাতিল থাকবে ট্রেন (Train Cancelled)। এই মর্মে ইতিমধ্যে দক্ষিণ-পূর্ব রেলের তরফে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর এই বিজ্ঞপ্তি দেখে রীতিমতো সকলের চোখ কপালে উঠেছে। মূলত চক্রধরপুর ডিভিশনে কিছু কাজ করার জন্য কিছু ট্রেন বাতিল করা হয়েছে।

Advertisements

এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে বা কবে কবে ট্রেন বাতিল থাকবে? তাহলে জানিয়ে রাখি, ট্রেন নম্বর ১৮০৪৯ শালিমার বাদামপাহাড় এক্সপ্রেস আগামী ২১ এবং ২২ সেপ্টেম্বর বাতিল থাকবে। শুধু তাই নয়, আজকের জন্যেও এক বিশেষ নির্দেশিকা জারি করেছে পূর্ব রেল।

   

আপনিও কি ট্রেন নম্বর ১২০২২ বরবিল-হাওড়া জন শতাব্দী ট্রেনের টিকিট কেটেছেন? তাহলে জেনে রাখুন, আজ ট্রেন নম্বর ১২০২২ বরবিল-হাওড়া জন শতাব্দী এক্সপ্রেস দুপুর ১৩:৪০-র বদলে সন্ধে ১৮:৪০ মিনিটে বরবিল থেকে ছাড়বে। ট্রেন দেরিতে ছাড়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্রেন নম্বর ২২৮৮৭ হাওড়া-এসএমভিটি বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস ট্রেন দেরিতে চলার কারণে দুপুর ১২:৪০-র বদলে দুপুর ১৪:৪০ মিনিটে হাওড়া থেকে ছেড়ে গিয়েছে। এর পাশাপাশি ট্রেন নম্বর ১২৮৪১
শালিমার-এমজিআর চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস ট্রেন দেরিতে চলার কারণে আজ দুপুর ১৫:২০টার পরিবর্তে সন্ধে ১৯:২০ মিনিট নাগাদ শালিমার থেকে ছেড়ে যাবে। স্বাভাবিকভাবেই রেলের এহেন সিদ্ধান্তে সাধারণ রেলযাত্রী যে চাপে পড়বেন তা বলাই বাহুল্য। 

Advertisements