ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) মেগা নিলামের আগে নিজের পারফরম্যান্স দিয়ে সবার মন জয় করে নিয়েছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ছেলে অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনে গোয়ার হয়ে খেলার সময় এক ম্যাচে ৯ উইকেট নিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন অর্জুন তেন্ডুলকর।
হাবাসের কোচিংয়ে ঘুরে দাঁড়াতে চাইছেন সার্থক
এই পারফরম্যান্সের ফলে অর্জুন তেন্ডুলকরের নিলামে বড় বিড পাওয়ার সম্ভাবনা এখন অনেকটা বৃদ্ধি পেয়েছে। ঘরোয়া ক্রিকেটে কর্ণাটকের অর্জুনের মারাত্মক বোলিংয়ের সৌজন্যে, গোয়া কর্ণাটককে এক ইনিংস এবং ১৮৯ রানে গুটিয়ে দেয়। প্রথম ইনিংসে ৪১ রানে ৫ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৪৬ রানে ৪ উইকেট নেন অর্জুন।
আলোচ্য এই ম্যাচে ৮৭ রানে ৯ উইকেট নিয়েছেন তিনি। আইপিএলের আসন্ন সংস্করণের জন্য খেলোয়াড়দের মেগা নিলাম হবে। তার আগে অর্জুন তেন্ডুলকর রিলিজ করে দিতে পারে মুম্বই ইন্ডিয়ান্স। এমন পরিস্থিতিতে অর্জুন তেন্ডুলকর নিলামে উঠলে একাধিক ফ্রাঞ্চাইজির কাছ থেকে বড় বিড পেতে পারেন তিনি। ২৪ বছর বয়সী অর্জুন তেন্ডুলকর এখনও পর্যন্ত ১৩টি প্রথম শ্রেণির ম্যাচে ২১ উইকেট নিয়েছেন। এছাড়া লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৫ ম্যাচে ২১ উইকেটও রয়েছে তাঁর নামের পাশে।
বেনালি জানালেন কোন উপায়ে হারিয়েছেন মহামেডানকে
ARJUN TENDULKAR SHOW FOR GOA…!!!! ⚡
– Arjun Tendulkar took a 9 wicket haul against Karnataka 11 in the KSCA Invitational tournament. pic.twitter.com/rEw23FeAdE
— H A R S H (@SportiHarsh) September 17, 2024
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন। এখনও পর্যন্ত আইপিএলে মোট ৫টি ম্যাচে মাত্র ৩ উইকেট নিতে পেরেছেন। আইপিএল ২০২৪-এ তিনি একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। এরপর বড় মঞ্চে সুযোগ পাওয়ার অপেক্ষায় রয়েছে অর্জন তেন্ডুলকর।