আরজি কর কাণ্ড নিয়ে যখন দিকে দিকে একটাই ধ্বনি শোনা যাচ্ছে তিলোত্তমার বিচার চাই৷ ঠিক সেই সময়ে দুর্গাপুজো কার্নিভালের (Durga Puja Carnival) প্রস্তুতি তুঙ্গে রাজ্য সরকারের৷ আর মাত্র কয়েকদিনের অপেক্ষা৷ তারপরেই দুর্গাপুজো৷ এরই মধ্যে পুজো কার্নিভালের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকার৷ রেড রোডে মঞ্চ তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে৷
২০১৬ সাল থেকে শুরু হয়েছে এই কার্নিভাল৷ প্রতিবছর দুর্গাপুজোর আগেই এই কার্নিভালের দিন ঘোষণা করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবারও তার অন্যথা হয়নি৷ চলতি বছরে দুর্গাপুজো শুরু হচ্ছে ৯ অক্টোবর। দশমী ১3 অক্টোবর। এর পরে একাদশী ও দ্বাদশী তিথিতেও কলকাতায় পুজো দেখার হিড়িক থাকে বললেই চলে। সেই কারণে ১৬ অক্টোবর আবার লক্ষ্মীপুজো সেই কারণে ১৫ অক্টোবর হবে দুর্গাপুজোর কার্নিভাল৷
প্রতিবছরের মতো এই বছরও বহু ক্লাবকে ৮৫ হাজার টাকা করে টাকা দেওয়া হয়েছে৷ পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেছিলেন,”আগামী ১৬ অক্টোবর লক্ষ্মী পুজো। তার আগের দিন ১৫ অক্টোবর কলকাতায় পুজো কার্নিভালের আয়োজন করা হবে। জেলাগুলিকেও বলা হচ্ছে লক্ষ্মী পুজোর আগে দুর্গাপুজোর কার্নিভাল করে নিতে। ১৬ তারিখ যেহেতু লক্ষ্মীপুজো তাই এর বেশি আর রাখা যাবে না।’’