বিবাহবার্ষিকীতে ঝড় তুলল নীল-তৃণার রোম্যান্সের ভিডিও

কলকাতা: হাসি-ঠাট্টা-মজা-খুনসুটিতে পার হয়ে গিয়েছে একটা বছর। আর এই ভাবেই জীবনের সবকটা বসন্ত একসঙ্গে পার করতে চান টলিউডের রোম্যান্টিক জুটি নীল-তৃণা। গতবছর ৪ ফেব্রুয়ারি সাতপাকে…

neil-trina-wedding-anniversary-video-takes-the-by-storm

কলকাতা: হাসি-ঠাট্টা-মজা-খুনসুটিতে পার হয়ে গিয়েছে একটা বছর। আর এই ভাবেই জীবনের সবকটা বসন্ত একসঙ্গে পার করতে চান টলিউডের রোম্যান্টিক জুটি নীল-তৃণা। গতবছর ৪ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েছিলেন বাংলা সিরিয়ালের ‘হ্যাপেনিং জুটি’। আজ তাদের বিয়ের প্রথম একবছর পূর্তি। এই শুভ দিনে এক্কেবারে ফিল্মি কায়দায় একে ওপরকে উইশ করলেন তারা।

Advertisements

রোম্যান্টিক সং ‘এটা গল্প কার, দেখো পড়ছে কে, ঘুমে রূপকথার দেশে ঘুরছে কে, কিছু আবদারের জানি নেই মানে, তোর সঙ্গে আজ আমাকে নে, এগিয়ে দে, এগিয়ে দে, দু’ এক পা এগিয়ে দে , হাঁটতে চাই কয়েক পা তোর সাথে’ এর সঙ্গে একটি ভিডিও পোস্ট করলেন কপোত-কপতি। যা দেখতে দেখতে ভাইরাল হয়ে ওঠে নেট দুনিয়ায়।

   

ভিডিওতে জুড়ে রয়েছেন নীল-তৃণা ভালবাসার মাখা। রোম্যান্টিক এই ভিডিও দেখে তাদের সারা জীবন এমন ভাবে থাকার উইশ করছেন তাদের ভক্তরা। কমেন্ট বক্স উপচে পড়ছে শুভেচ্ছাবার্তায়।

Advertisements

গতবছর এইদিনে ঝলমল করছিল তপসিয়ার ‘গ্রিন অর্কিড’! অতিথি অভ্যার্থনা থেকে এলাহি খানাপিনার আয়োজন, বিয়েতে কোনও অভাব রাখেননি অভিনেতা-অভিনেত্রী। নীল-তৃণার বিয়েতে শুভেচ্ছা জানাতে এসেছিলেন খোদ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। যদিও বিয়ের মাস কয়েক আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল ‘ব্যাচেলরেট’, ‘প্রি ওয়েডিং ফোটোশ্যুট’, ‘আইবুড়ো ভাত’, ‘এনগেজমেন্ট’! নিজেদের নতুন জীবন শুরুর প্রতিটি আপডেট সোশ্যাল মিডিয়ায় ফ্যানেদের সঙ্গে ভাগ করে নিয়ে ছিলেন তারকা জুটি।