‘ইস্টবেঙ্গলকে আরও গোল দিতে পারতাম’

বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)-র কোচ জেরার্ড জারাগোজা (Gerard Zaragoza) তিন পয়েন্ট পেয়ে খুশি হলেও আত্মতুষ্টিতে ভুগতে নারাজ। শনিবার বেঙ্গালুরুতে ইন্ডিয়ান সুপার লিগের (ISL) প্রথম ম্যাচে…

Bengaluru FC coach Gerard Zaragoza

বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)-র কোচ জেরার্ড জারাগোজা (Gerard Zaragoza) তিন পয়েন্ট পেয়ে খুশি হলেও আত্মতুষ্টিতে ভুগতে নারাজ। শনিবার বেঙ্গালুরুতে ইন্ডিয়ান সুপার লিগের (ISL) প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল এফসিকে (East Bengal FC) হারানোর পরে তাঁর দলের খেলা আরও ভাল করার কথা বলেছেন তিনি।

   

Tilak Varma: সদ্য সেঞ্চুরি করা এই ভারতীয়র ওপর হবে টাকার বৃষ্টি!

শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসি কেবল তিন পয়েন্টই নয়, ক্লিন শিটও নিশ্চিত করেছে। বিনীত ভেঙ্কটেশের গোল দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছিল। তবে দ্বিতীয়ার্ধে উভয় দলই গোল করার সুযোগ পেয়েছিল।

জারাগোজা ম্যাচের পর বলেছেন, ‘ছেলেদের বলেছিলাম ফুটবল উপভোগ করতে। খেলা নিয়ন্ত্রণ করার ব্য[অরে বলেছিলাম। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মরশুমের প্রথম ,যায় থেকে তিন পয়েন্ট তুলে নেওয়া। জয়ের শুরুটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি মনে করি, প্রায় ৬০ মিনিট ধরে ম্যাচে আধিপত্য বিস্তার করতে পেরেছি।’ ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জারাগোজা বলেন, ‘আমরা আরও বেশি গোল করতে পারতাম।’

রিঙ্কু-সরফরাজদের আউট করে ৫ উইকেট অখ্যাত ভারতীয় ক্রিকেটারের

ইস্টবেঙ্গল এফসিকে সমীহ করে বেঙ্গালুরু এফসির কোচ বলেছেন, ‘ওদের দলেও ভাল খেলোয়াড় আছে। দ্বিতীয়ার্ধে মাদিহ তালাল এসে দারুণ প্রভাব বিস্তার করেছিল। ম্যাচটা ড্র হতে পারতো। মানে আমি পুরোপুরি খুশি নই। পরের ম্যাচে আরও ভাল করার মতো রসদ আমাদের রয়েছে।’