তিলোত্তমা হারবে না, কলতান থামবে না: মীনাক্ষী

আরজি কর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ-খুন ইস্যু (RG Kar Rape case) ঘিরে একটি ভাইরাল অডিও ক্লিপ সূত্র ধরে বাম যুব নেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতারের পর রাজনৈতিক…

Minakshi Mukherjee calls for continuous movement to protest the arrest of left leader Kalatan Dasgupta in RG Kar Rape case

আরজি কর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ-খুন ইস্যু (RG Kar Rape case) ঘিরে একটি ভাইরাল অডিও ক্লিপ সূত্র ধরে বাম যুব নেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতারের পর রাজনৈতিক মহল তীব্র উত্তেজনাপূর্ণ।কলকাতা পুলিশ গ্রেফতার করেছে CPIM এর যুব নেতা কলতান দাশগুপ্তকে। সেই ভিডিও দিয়ে বাম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি (Minakshi Mukherjee) লিখলেন, তিলোত্তমা হারবে না, ‘কলতান’ থামবে না।

জানা যাচ্ছে, মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে ঘেরাও আন্দোলনের প্রস্তুতি নিয়েছে সিপিআইএম। CPIM ও তার ছাত্র ও যুব সংগঠন যুব নেতা কলতান দাশগুপ্তর নি:শর্ত মুক্তি দাবি করে আন্দোলনে অনড়। সাংগঠনিক নেত্রী মীনাক্ষীর বার্তা হু হু করে ভাইরাল। জেলায় জেলায় বাম ছাত্র সংগঠন SFI ও যুব সংগঠন DYFI বিক্ষোভ আন্দোলনের কর্মসূচি নিচ্ছে বলে জানা গেছে। CPIM এর তরফেও বিক্ষোভ চলবে।

   

CPIM রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম দিল্লিতে। তিনি দলের সাধারণ সম্পাদক প্রয়াত সীতারাম ইয়েচুরিকে শেষ শ্রদ্ধা জানানোর পর বলেন, মিথ্যা মামলা চাপিয়ে একজন তরুণ প্রতিবাদীকে গ্রেপ্তার করা হলো। ভীমা কোরেগাওয়ের মতো কাণ্ডে বিজেপি সরকারের পদক্ষেপ অনুসরণ করছে তৃণমূল। সেলিম বলেছেন ‘কতজন কলতানকে ধরবে মমতা ব্যানার্জি?

আরজি কর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ-খুন ইস্যু ঘিরে ভাইরাল অডিও ক্লিপ জাল বলে দাবি করেছে (CPIM) সিপিআইএম। অভিযোগ, জাল অডিও ক্লিপ বানিয়ে মিথ্যে মামলায় বাম যুবনেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতার করা হয়েছে। কলতান দাশগুপ্তর নিঃশর্ত মুক্তি, জাল ‘প্রমাণ’ যারা তৈরি করেছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্তের দাবি তুলেছে সিপিআইএম।

কলতান দাশগুপ্ত DYFI পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মুখপত্র ‘যুবশক্তি’ পত্রিকার সম্পাদক। তাঁকে গ্রেফতারের পর সিপিআইএমের দৈনিক মুখপত্র ‘গণশক্তি’র ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘একটি অডিও ক্লিপকে ভিত্তি করে অভিযোগ এনেছে পুলিশ। বলা হয়েছে, স্বাস্থ্যভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থানে হামলার ষড়যন্ত্রে যুক্ত কলতান। শনিবার গ্রেপ্তার করা হয়েছে কলতানকে। আর ঠিক আগের দিন অডিও ক্লিপ শুনিয়ে একই অভিযোগ করেছিলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ।’

‘গণশক্তি’ আরও লিখেছে ‘গোটা অভিযোগ উড়িয়ে দিয়েছেন এসএফআই, ডিওয়াইএফআই, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির নেতৃবৃন্দ। আর সিপিআই(এম) কলতানের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বলেছে, যারা এই জাল ‘প্রমাণ’ হাজির করছে মামলা দায়ের করে তাদের বিরুদ্ধে তদন্ত করতে হবে।’