গুঞ্জন সঙ্গে সম্ভাবনা ছিল বৃ্হস্পতিবার মুম্বই সিটি এফসি’র বিরুদ্ধে প্রথম একাদশে জায়গা পেতে পারেন ফিজিয়ান গোল্ডেন বয় রয় কৃষ্ণ। কিন্তু তা হয়নি।ATK মোহনবাগান হেডকোচ হুয়ান ফেরান্দো (Juan Fernando) প্রথম একাদশে ঠাইতো দেয়ই নি, উল্টে রিজার্ভ ৯ জন খেলোয়াড় হিসেবেও সাইড বেঞ্চে বসার সুযোগ দেয় নি রয় কৃষ্ণকে নিয়ে।
এরপরেই ভারতীয় ফুটবল মহলে রয় কৃষ্ণকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অসমর্থিত সূত্রে খবর, কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ফিজিয়ান ‘গোল্ডেন বয়’ রয় কৃষ্ণ (Roy Krishna)। ডার্বি ম্যাচের আগে সুস্থ হয়ে উঠলেও, শারিরীক দুর্বলতার কারণে ATK মোহনবাগানের প্রথম একাদশে জায়গা হয়নি রয় কৃষ্ণর।
আর মুম্বই সিটি এফসির বিরুদ্ধে প্রীতম কোটালের আত্মঘাতী গোলে ম্যাচ ১-১ স্কোরলাইন শেষ করে ATK মোহনবাগান হেডকোচ হুয়ান ফেরান্দো রয় কৃষ্ণকে কেন স্কোয়াডে রাখা হল না? কারণ ব্যাখা প্রসঙ্গে বলেন, “ওর চোটের জন্য। তিন সপ্তাহ আগে, ওডিশা এফসি’র বিরুদ্ধে খেলার ৬২ মিনিটে (রয় কৃষ্ণর) হ্যামস্ট্রিং সমস্যা শুরু হয়। হায়দরাবাদ এফসি, এসসি ইস্টবেঙ্গল কোনও ম্যাচেই খেলতে পারেনি।”
রয় কৃষ্ণর টানা তিন ম্যাচে সবুজ মেরুন স্কোয়াডে না থাকা নিয়ে বিতর্কে জল ঢালতে এসে হেডকোচ হুয়ান ফেরান্দো ধোঁয়াশা জিইয়ে রেখে দিলেন,”ও (রয় কৃষ্ণ) এখনও সুস্থ হয়ে ওঠেনি বলে স্কোয়াডে ছিল না। তবে ও দ্রুত সুস্থ হয়ে উঠছে।” রয় কৃষ্ণকে স্কোয়াডে না রাখার ইস্যুতে এমন বিস্ফোরক মন্তব্যে করে বিতর্কের ইন্ধনে আরও বেশি করে ঘি ঢেলে দিলেন সবুজ মেরুন হেডস্যার হুয়ান ফেরান্দো।