জঙ্গি হামলার মাঝেই কাশ্মীরে প্রধানমন্ত্রী, আক্রমণ শানালেন বিরোধীদের

জঙ্গি হামলার মাঝেই জম্মু ও কাশ্মীরে (J&K) হাজির হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল বৃহস্পতিবারই জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারের চাত্রোতে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর প্রচণ্ড সংঘর্ষে…

জঙ্গি হামলার মাঝেই জম্মু ও কাশ্মীরে (J&K) হাজির হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল বৃহস্পতিবারই জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারের চাত্রোতে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর প্রচণ্ড সংঘর্ষে দুই সেনা জওয়ান শহীদ হন। এদিকে নিরাপত্তারক্ষীদের পাল্টা গুলিতে দুই জঙ্গি নিহত হয়। যাইহোক, এই ঘটনার মাঝেই আজ ডোডাতে হাজির হলেন মোদী। আর সেখানে এসেই বিরোধীদের তীব্র ভাষায় আক্রমণ করলেন তিনি (PM Narendra Modi)।

আজ শনিবার জম্মু ও কাশ্মীরের ডোডায় বড় নির্বাচনী জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৪২ বছরে এই প্রথম কোনও প্রধানমন্ত্রী ডোডায় জনসভা করছেন। প্রচার চলাকালন প্রধানমন্ত্রী মোদী বিরোধীদের নিশানা করে বলেন, ‘জম্মু ও কাশ্মীরে যে পরিবর্তন আসছে তা গত ১০ বছরে আমাদের সরকারের প্রচেষ্টার ফল। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ আজ শেষ নিঃশ্বাস ফেলছে।’

   

এদিন প্রধানমন্ত্রী মোদী বলেন যে, ‘সুন্দর জম্মু ও কাশ্মীর পরিবারবাদের রাজনীতির কারণে ফাঁপা হয়ে গেছে। রাজনৈতিক দলগুলি কেবল শিশুদের নিয়ে উদ্বিগ্ন। এবারের নির্বাচন জম্মু ও কাশ্মীরের তিনটি পরিবার এবং যুবকদের মধ্যে।’ আজ তাঁর ডোডার সভায় জনজোয়ার দেখে রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন মোদী।

আজ বললেন, ‘আপনারা সবাই ডোডা, কিশতওয়ার ও রামবানের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসেছেন। তোমার ও দেশের জন্য দ্বিগুণ, তিনগুণ পরিশ্রম করে তোমার ভালোবাসা, আপনাদের আশীর্বাদের প্রতিদান দেব। আমরা এবং আপনি একসাথে একটি নিরাপদ ও সমৃদ্ধ জম্মু ও কাশ্মীর গড়ে তুলব।’ বিরোধীদের নিশানা করে মোদী বলেন, ‘আপনারা এখানে যে রাজনৈতিক দলগুলিকে বিশ্বাস করেন, তারা আপনার সন্তানদের নিয়ে ভাবেন না। এঁরা জম্মু-কাশ্মীরে কখনও নতুন নেতৃত্বের উত্থান হতে দেননি। এবার জম্মু-কাশ্মীরের নির্বাচন জম্মু-কাশ্মীরের ভাগ্য নির্ধারণ করতে চলেছে। স্বাধীনতার পর থেকে আমাদের প্রিয় জম্মু-কাশ্মীর বিদেশি শক্তির টার্গেটে পরিণত হয়েছে।’