পুজোর আগে চাকরিপ্রার্থীদের বড়সড় সুখবর ভারতীয় রেলের

করোনার পর থেকে অনেকদিন ধরেই চাকরির বাজারে মন্দার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সরকারি চাকরি পাওয়া তো দূর, বেসরকারি চাকরি পেতে গিয়েও হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে।…

Indian Railway

করোনার পর থেকে অনেকদিন ধরেই চাকরির বাজারে মন্দার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সরকারি চাকরি পাওয়া তো দূর, বেসরকারি চাকরি পেতে গিয়েও হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। বর্তমান পরিস্থিতির দিকে নজর রাখলে দেখা যাচ্ছে, এখন সরকারি চাকরি পাওয়াটা মানুষের কাছে অনেকটাই স্বপ্নের মতন হয়ে দাঁড়িয়েছে। তবে এসবের মধ্যে এবার পুজোর আগেই চাকরিপ্রার্থীদের জন্য ভারতীয় রেলের (Indian Railways) কাছ থেকে এল বড়সড় সুখবর।

Advertisements

এবার রেলের চাকরি পেতে দেওয়া হবে অতিরিক্ত বয়সের ছাড়। ৩ বছরের বয়সের ছাড় দেওয়ার কথা ভেবেছে রেল। রেলের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিডের সময় থেকে তিন বছর রেস্ট সময় বয়সে ছাড় দিয়ে এবার আবেদন করার সুযোগ পাবে চাকরিপ্রার্থীরা। কমার্শিয়াল ক্লার্ক কাম টিকিট সুপারভাইজার পদে নিয়োগ হবে। এই নিয়োগগুলি সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্টে নোটিফিকেশন (CEN) ০৫/২০২৪ ও ০৬/২০২৪ এর মাধ্যমে নন টেকনিকাল পপুলার ক্যাটাগরিজ (NTPC) গ্র্যাজুয়েট ও আন্ডার গ্র্যাজুয়েট পদে হবে।

   

আবেদন শুরু হতে চলেছে ১৪ সেপ্টেম্বর ২০২৪ থেকে। আর আবেদন শেষ হবে ১৩ অক্টোবর ২০২৪-এ। ২০২৫-এ পয়লা জানুয়ারি অনুযায়ী যাদের বয়স সীমা ১৮-৩৬ বছরের তাঁরা রেলের এই পদের জন্য আবেদন করতে পারবেন। গুডস্ বা মালবাহী ট্রেন ম্যানেজার (লেভেল ৫) এর ক্ষেত্রেও বয়সসীমা ১৮-৩৬ বছরের মধ্যে। তবে পুরুষ ও মহিলা নির্বিশেষে সকলেই আবেদন করতে পারবেন। জুনিয়র একাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক, এই সমস্ত পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা হল স্নাতক উত্তীর্ণ।

Advertisements

কমার্শিয়াল ক্লার্ক কাম টিকিট ক্লার্ক (লেভেল ৫) শিক্ষাগত যোগ্যতা হল উচ্চ মাধ্যমিক। আর এই পদের জন্য ২০২৫-এ পয়লা জানুয়ারি অনুযায়ী যাদের বয়স সীমা ১৮-৩৩ বছরের মধ্যে থাকবে তাঁরা আবেদন করতে পারবেন। অন্যদিকে অ্যাকাউন্টস্ ক্লার্ক কাম টাইপিস্ট পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হল উচ্চ মাধ্যমিক। আর এই পদের জন্য বয়স সীমা ১৮-৩৩ বছরের মধ্যে।

জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং ট্রেশ ক্লার্ক পদের জন্য নির্ধারিত বয়স সীমা ১৮-৩৩ বছর। প্রয়োজনীয় নথি ও সিলেবাস আবেদনের পদ্ধতি সহ বিস্তারিতভাবে সমস্ত তথ্য জানতে ফলো করুন ‘আরআরবি’-র ওয়েবসাইট।