রাজনীতিতে আরও এক নক্ষত্রপতন, ৭২-এ প্রয়াত সীতারাম ইয়েচুরি

হল না শেষ রক্ষা, প্রয়াত হলেন বরিষ্ঠ সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury)। আজ বৃহস্পতিবার ৭২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তিনি দীর্ঘদিন…

sitaram yechury

হল না শেষ রক্ষা, প্রয়াত হলেন বরিষ্ঠ সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury)। আজ বৃহস্পতিবার ৭২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সম্প্রতি এইমসে ভর্তিও হয়েছিলেন তিনি বলে খবর।

Advertisements

৭২ বছর বয়সী সিপিএম নেতা এর আগে ১৯ আগস্ট এইমসে ভর্তি হয়েছিলেন। পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এরপর থেকে তার চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার ফের শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর। তবে আজ আর শেষ রক্ষা হল না। প্রয়াত হলেন এই বর্ষীয়ান বাম নেতা। তাঁর এহেন আকস্মিক চলে যাওয়া রাজনৈতিক জগতের ক্ষেত্রে যে অপূরণীয় ক্ষতি তা বলাই বাহুল্য। 

   

সীতারাম ইয়েচুরি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)-র সাধারণ সম্পাদক এবং দলের সংসদীয় নেতা ছিলেন। তিনি ১৯৫২ সালের ১২ আগস্ট চেন্নাইয়ে একটি তেলুগুভাষী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। ২০১৬ সালে রাজ্যসভায় সেরা সাংসদের পুরস্কার পান তিনি। জরুরি অবস্থার সময় জেএনইউতে থাকাকালীন তাঁকে গ্রেফতার করা হয়েছিল। এরপর তিনি পরপর তিনবার জেএনইউ ছাত্র সংসদের সভাপতি নির্বাচিত হন। ১৯৮৪ সালে তিনি সিপিআই (এম)-এর কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হন। ২০১৫ সালে তিনি দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

Advertisements

২০০৫ সালে ইয়েচুরি পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় নির্বাচিত হন। তিনি সংসদে অনেক বিষয় উত্থাপন করেন। গত কয়েকদিন ধরেই তাঁর স্বাস্থ্যের অবনতি হচ্ছিল। সম্প্রতি ইয়েচুরির চোখে ছানি অপারেশন হয়। ফুসফুসে সংক্রমণের কারণে তিনি এখন এইমসে ভর্তি হয়েছেন। সম্প্রতি কলকাতার ঘটনা নিয়ে একটি বিবৃতি দিয়েছিলেন তিনি। বাম নেতা হিসেবে তাঁদের আলাদা পরিচয় রয়েছে।