অভিমুন্যের নেতৃত্বে চক্রব্যূহ ভাঙার সৈনিক এখন কেকেআর তারকা

দেশের হয়ে সাদা বলের ক্রিকেটে সুযোগ পেলেও সাদা জার্সি গায়ে মাঠে নামার আশাতে আপাতত দাঁড়ি পরে গিয়েছে। আসন্ন বাংলাদেশ সিরিজে দলের জায়গা পাননি রিঙ্কু সিং…

Rinku Singh Named in India B Team: Check Out All Updated Squads

দেশের হয়ে সাদা বলের ক্রিকেটে সুযোগ পেলেও সাদা জার্সি গায়ে মাঠে নামার আশাতে আপাতত দাঁড়ি পরে গিয়েছে। আসন্ন বাংলাদেশ সিরিজে দলের জায়গা পাননি রিঙ্কু সিং (Rinku Singh)। তবে সেপ্টেম্বরে ভারতীয় দলের হয়ে মাঠে না নামলেও নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে দেশের জার্সি গায়ে তিনি মাঠে নামবেন কি না সেটা এখনও চূড়ান্ত হয়নি। তাই আসন্ন দলীপ ট্রফিতে ভাল পারফরম্যান্স করে দেশের হয়ে ‘ক্যাঙ্গারু’ বাহিনীর বিরুদ্ধে টেস্ট খেলাটাই প্রধান লক্ষ্য কেকেআর তারকার সামনে। আসলে ভারতীয় দলের হয়ে অভিষেকের পর থেকে ধারাবাহিক পারফরম্যান্স, ফিনিশার হিসেবে দলের সাথে নিজেকে দারুণভাবে মানিয়ে নেয়া – সমস্ত কিছুতেই কোনো খামতি ছিল না রিঙ্কুর। তবুও লালবলের ক্রিকেটে সুযোগ পছিলেন না এই বাঁ হাতি ব্যাটার। এছাড়াও দলীপ ট্রফির প্রথম রাউন্ডেও খেলার সুযোগ পাননি তিনি। তবে ইন্ডিয়া বি-দলের হয়ে দলীপের দ্বিতীয় রাউন্ডে সুযোগ পেলেন তিনি। অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বে খেলবেন রিঙ্কু। তবে এই মুহূর্তে অনন্তপুরের বাউন্সি উইকেটে বিশাল রানের ‘চক্রব্যূহ’ রচনা করেছে ইন্ডিয়া সি দল। আর এই ‘চক্রব্যূহ’ থেকে বেরিয়ে আসার জন্য অভিমন্যুর প্রধান সৈনিক হতে চলেছেন মুশির খান এবং রিঙ্কু সিং।

Advertisements

বিগত আইপিএল মরশুমে গুজরাটের বিরুদ্ধে শেষ ওভারে পাঁচটি ছয় মেরে কলকাতাকে জিতিয়েছিলেন তিনি। তারপর থেকেই লাইমলাইটে চলে আসেন এই বাঁ হাতি ব্যাটার। এছাড়াও দেশের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাট খেলে বেশ সাড়া জাগিয়েছিলেন তিনি। তবে দেশের হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা হয়নি তাঁর। ডাগআউটে বসেই দলকে বিশ্বজয়ী হতে দেখেছেন তিনি। তাছাড়াও দেশের হয়ে চলতি দলীপ ট্রফির প্রথম ভাগেও দেখা যায়নি কেকেআর ব্যাটারকে। তবে প্রথমভাগে দেখা না গেলেও দ্বিতীয়ভাগে ইন্ডিয়া বি দলের হয়ে সুযোগ পেয়েছেন তিনি। আজ অনন্তপুরের মাঠে ইন্ডিয়া সি বনাম ইন্ডিয়া বি ম্যাচে খেলতে দেখা যাবে তাঁকে।
বাংলাদেশ টেস্টে রিঙ্কুর মোটোই ব্রাত্য মহারাষ্ট্রের ব্যাটার রুতুরাজ গায়কোয়াড়। দলীপের প্রথম ম্যাচে সাড়া জাগাতে না পারলেও দ্বিতীয় ম্যাচে এই মহুর্তে চালকের আসনে রয়েছে তাঁর দল। এই মহুর্তে ২ উইকেট খুইয়ে ২১৬ রান খাড়া করেছে ইন্ডিয়া সি দল। সি দলের হয়ে আজ নিজেকে মেলে ধরেছেন ঝাড়খণ্ডের উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষান। এই মহুর্তে ৭৭ রানে অপরাজিত আছেন তিনি। এর পাশাপাশি এদিন সফল হয়েছেন সাই সুদর্শন (৪৩) এবং রজত পতিদার (৪০)। ঈশানের সাথে ব্যাট করছেন বাবা ইন্দ্রজিৎ (৩৬*)। তবে সেভাবে কিছু করতে পারেননি অধিনায়ক রুতুরাজ। এদিন মাত্র দুই বল খেলে বুকে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় ইন্ডিয়া সি অধিনায়ককে। ইন্ডিয়া বি দলের হয়ে বল হতে সফল হয়েছেন নভদীপ সাইনি ও মুকেশ কুমার । এদিন বি দলের হয়ে দুজনেই পেয়েছেন একটি করে উইকেট(এই প্রতিবেদন লেখা পর্যন্ত)।

Advertisements
   

ইন্ডিয়া সি দলের এখনও তৃতীয় সেশন শুরু হয়নি। দ্বিতীয় সেশনেই তাঁরা এই বিশাল রানের পাহাড় খাড়া করেছে অভিমন্যু ঈশ্বরণের দলের সামনে। তৃতীয় সেশনে দলের বোলাররা সাফল্য না পেলে স্কোরবোর্ড আরও চওড়া হবে। তখন ম্যাচ জেতাতে অভিমন্যুর সঙ্গী হবেন মুশির খান এবং রিঙ্কু সিং (Rinku Singh)। দলীপের প্রথম পর্বে ১৮১ রান করে শচীনের রেকর্ড ভেঙ্গেছিলেন মুশির। অন্যদিকে লাল বলের ক্রিকেটে এই প্রথমবার মাঠে নামছেন। তবে বিজয় কুমার বিশাখ, মানব সুথারদের সামনে কতটা সফল হন কেকেআর তারকা তা দেখতেই মুখিয়ে রয়েছে সমগ্র ক্রিকেটমহল।